গোলাম কবির বিলু, পীরগঞ্জ
নান্নু মিয়ার বাবার সংসারে ছিল প্রচণ্ড অভাব। এ কারণে নান্নুর লেখাপড়া নবম শ্রেণিতে এসেই থেমে যায়। বাধ্য হয়ে মাত্র ১৬ বছর বয়সে রিকশা চালাতে আসেন ঢাকায়। ছোট্ট শরীরে হাড়ভাঙা খাটুনির আয়ে চলে তাঁর বাবার সংসার। বছরখানেক রিকশা চালানোর পর তাঁর শরীর আর কুলিয়ে ওঠেনি। ঢাকা থেকে চলে আসেন গ্রামের বাড়িতে। কাজ শুরু করেন অন্যের জমিতে। অর্থাভাবে যাঁর লেখাপড়া বন্ধ হয়ে যায়, সেই নান্নু মিয়াই আজ কোটিপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তাঁর অধীনে ৫০ জন মানুষ কাজ করছেন। এ ছাড়া জমি, বাড়ি, একাধিক ট্রাক, গাড়ি রয়েছে তাঁর। শুধু বড় হওয়ার ইচ্ছা, পরিশ্রম আর কাঁচামালের ব্যবসা করে তিনি এখন সমাজের সামনের কাতারে অবস্থান করেছেন। আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। তাঁর সততা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ‘সততার মূলধনই কোটি টাকা’— বলেন নান্নু মিয়া।
মো. নান্নু মিয়া উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা (৩৮)। বাবার নাম আয়াত আলী সরকার ও মায়ের নাম মোছা. লাইলী বেগম। নান্নুর স্ত্রীর নাম সালমা খাতুন। তাঁদের পরিবারে সাব্বির (১৩) ও নাফিসা (৫) নামের দুই সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সমাজে প্রতিষ্ঠিত হতে নান্নু সংগ্রাম ও নিজ ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েছেন। বর্তমানে শ্রমিক থেকে হয়েছেন উপজেলার রামনাথপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা নান্নু মিয়া। তিনি ২০২০ সালের ২০ ডিসেম্বর রামনাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন।
এ বিষয়ে জানতে চাইলে নান্নু মিয়া তাঁর জীবনের স্মৃতিচারণ করে আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮৪ সালে জন্মের পর থেকেই অভাব, অনটনে বড় হয়েছি। টাকার অভাবে পড়তে পারিনি। আমি ২০০৭ সালে ঢাকায় রিকশা চালাতে যাই। পরে বাড়িতে আসি। আমার বন্ধুরা স্কুলে গেলে আমি পাথারে (মাঠে) গম কাটার সময় তাঁদের দেখতাম, আর কাঁদতাম। পড়তে না পারায় খুব কষ্ট পেতাম। এখনো সেই কষ্ট আছে।’
নান্নু মিয়া আরও বলেন, ‘আমি কচু আর আলুর ব্যবসা করতাম। ব্যবসার সততার কারণে কোটি টাকার মাল আমার কাছে মানুষ বাকিতে বিক্রি করত। জীবনে অনেক পরিশ্রম করেছি তাই সফল হতে পেরেছি।’
নান্নু মিয়ার বাবার সংসারে ছিল প্রচণ্ড অভাব। এ কারণে নান্নুর লেখাপড়া নবম শ্রেণিতে এসেই থেমে যায়। বাধ্য হয়ে মাত্র ১৬ বছর বয়সে রিকশা চালাতে আসেন ঢাকায়। ছোট্ট শরীরে হাড়ভাঙা খাটুনির আয়ে চলে তাঁর বাবার সংসার। বছরখানেক রিকশা চালানোর পর তাঁর শরীর আর কুলিয়ে ওঠেনি। ঢাকা থেকে চলে আসেন গ্রামের বাড়িতে। কাজ শুরু করেন অন্যের জমিতে। অর্থাভাবে যাঁর লেখাপড়া বন্ধ হয়ে যায়, সেই নান্নু মিয়াই আজ কোটিপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তাঁর অধীনে ৫০ জন মানুষ কাজ করছেন। এ ছাড়া জমি, বাড়ি, একাধিক ট্রাক, গাড়ি রয়েছে তাঁর। শুধু বড় হওয়ার ইচ্ছা, পরিশ্রম আর কাঁচামালের ব্যবসা করে তিনি এখন সমাজের সামনের কাতারে অবস্থান করেছেন। আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। তাঁর সততা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ‘সততার মূলধনই কোটি টাকা’— বলেন নান্নু মিয়া।
মো. নান্নু মিয়া উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা (৩৮)। বাবার নাম আয়াত আলী সরকার ও মায়ের নাম মোছা. লাইলী বেগম। নান্নুর স্ত্রীর নাম সালমা খাতুন। তাঁদের পরিবারে সাব্বির (১৩) ও নাফিসা (৫) নামের দুই সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সমাজে প্রতিষ্ঠিত হতে নান্নু সংগ্রাম ও নিজ ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েছেন। বর্তমানে শ্রমিক থেকে হয়েছেন উপজেলার রামনাথপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা নান্নু মিয়া। তিনি ২০২০ সালের ২০ ডিসেম্বর রামনাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন।
এ বিষয়ে জানতে চাইলে নান্নু মিয়া তাঁর জীবনের স্মৃতিচারণ করে আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮৪ সালে জন্মের পর থেকেই অভাব, অনটনে বড় হয়েছি। টাকার অভাবে পড়তে পারিনি। আমি ২০০৭ সালে ঢাকায় রিকশা চালাতে যাই। পরে বাড়িতে আসি। আমার বন্ধুরা স্কুলে গেলে আমি পাথারে (মাঠে) গম কাটার সময় তাঁদের দেখতাম, আর কাঁদতাম। পড়তে না পারায় খুব কষ্ট পেতাম। এখনো সেই কষ্ট আছে।’
নান্নু মিয়া আরও বলেন, ‘আমি কচু আর আলুর ব্যবসা করতাম। ব্যবসার সততার কারণে কোটি টাকার মাল আমার কাছে মানুষ বাকিতে বিক্রি করত। জীবনে অনেক পরিশ্রম করেছি তাই সফল হতে পেরেছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫