Ajker Patrika

শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০: ৫১
শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। গতকাল শনিবার ভোলা, শরীয়তপুর, মাদারীপুর ও ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মার সঙ্গে ছোট্ট রাসেলও শহীদ হন। প্রতিনিধিদের পাঠানো খবর:

ভোলা: জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। গতকাল ভোলা সদর উপজেলায় শেখ রাসেলের জম্মদিন উদ্‌যাপন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ।

লালমোহন: উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এ ছাড়া চরফ্যাশন, বোরহানউদ্দিন ও দৌলতখানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।

শরীয়তপুর: শরীয়তপুরের বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দল শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন করেছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জন্মদিন পালনের কার্যক্রম শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান।

ডামুড্যা: উপজেলা পরিষদ চত্বরেও গতকাল সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। এ ছাড়া ভেদরগঞ্জ, নড়িয়া, জাজিরা ও গোসাইরহাটেও শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠান হয়।

ঝালকাঠি: পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্য দিয়ে ঝালকাঠিতেও শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে কালেক্টরেট কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জোহর আলী। এ ছাড়া কাঠালিয়া, নলছিটি ও রাজাপুরে জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।

মাদারীপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরেও শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম প্রমুখ। এ ছাড়া রাজৈর, শিবচর ও কালকিনীতেও শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত