Ajker Patrika

আমন কাটার ধুম

বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ০৭
আমন কাটার ধুম

কুষ্টিয়ার ভেড়ামারায় আমন ধানে ফলন ভালো হয়েছে তাই কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক। এখন কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। চারেদিকে পড়েছে ধান কাটাই ও মাড়াইয়ের ধুম।

আর আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কৃষকেরা অনায়াসেই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন। নতুন ধানের চালে নানা ধরনের পিঠা-পুলি খাওয়ার উৎসবের আমেজ বইছে গ্রামে গ্রামে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মোকারিমপুর, জুনিয়াদহ, ফকিরাবাদ, বাহাদুরপুর, ধরমপুর, চাঁদগ্রাম, বাহিরচর, মির্জাপুর, মওলাহাবাসপুর মাঠে রোপা আমন ধান চাষ হয়েছে। এখন এসব মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা।

কৃষকেরা জানান, এ বছর প্রতি বিঘায় রোপা আমন ধানের উৎপাদন হয়েছে গড়ে ১৬ থেকে ২৫ মণ। বিঘা প্রতি খরচ হয়েছে ৫ থেকে ৮ হাজার টাকা। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়। সে হিসাবে বিঘায় উৎপাদিত ধান বিক্রি করা হচ্ছে ২০ হাজার টাকার মতো। এবার ভালোই লাভ থাকছে কৃষকের।

জুনিয়াদহ গ্রামের কৃষক শাহানুল হক বলেন, ‘তিন বিঘা জমিতে আমনের আবাদ করেছি। এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। বৃষ্টির জন্য কয়েকটি সেচ কম লেগেছে। মাঝে পোকার উপদ্রব হলেও কৃষি অফিসের পরামর্শে মোকাবিলা করা হয়েছে। আর সব কৃষকেরই ধানের ফলন খুব ভালো হয়েছে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এ বছর উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৭৩৮ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা কমে আবাদ হয়েছে ৬ হাজার ৫৩৫ হেক্টর।

এরমধ্যে হাইব্রিড চাষ হয়েছে ৫২৫ হেক্টর। ফলন হেক্টরে ৬ টন। উফসি জাতের মধ্যে বিধান ৩৯,৪৯, ৭১,৮৭, ৭৫ চাষ হয়েছে ৫ হাজার ৯৯০ হেক্টর। ফলন প্রতি হেক্টরে ৪ দশমিক ৮ টন। স্থানীয় জাত বাদশা ভোগ ২০ হেক্টর। ফলন ১ দশমিক ৮ টন।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, ‘এবারে আমনের লক্ষ্যমাত্রা যা ছিল তা অর্জিত হয়নি। এর পেছনে কারণ পুষ্টির চাহিদা মিটাতে জোর দিয়ে ফল বাগান ও সবজি চাষের কারণে এবার ধানের জমি কমে গেছে। তবে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।’

তিনি আরও বলেন, ‘এ বছর আবহাওয়া অনুকূল থাকলেও মাঝে রোগ পোকার আক্রমণ হয়। কৃষি অফিস থেকে ব্যবস্থা নেওয়ায় প্রতিরোধ করা গেছে। ফলে ফলন ভালো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত