Ajker Patrika

প্রচার শেষ হচ্ছে আজ সহিংসতার আশঙ্কা

চৌগাছা ও ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৫২
প্রচার শেষ হচ্ছে আজ সহিংসতার আশঙ্কা

যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মঙ্গলবার।

১১ নভেম্বর ভোট হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী মধ্যরাতে এই প্রচার শেষ হবে। শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দুই উপজেলায় ১১টি করে ২২ ইউপিতে নির্বাচন হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৭ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর পর থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এই প্রচারণা শেষ হয় ভোটগ্রহণের ৩০ ঘণ্টা আগে।

তবে আনুষ্ঠানিকভাবে প্রচার মাইকে প্রচারণা যেহেতু দুপুর ২টা থেকে রাত আটটা পর্যন্ত করা যায়। সেহেতু মঙ্গলবার রাত আটটায় এই প্রচারণা শেষ হচ্ছে। এরপর আরও ছয় ঘণ্টা মাইক ছাড়া প্রচার করতে পারবেন প্রার্থীরা।

চৌগাছার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৩০ ঘণ্টা আগে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়ে যাবে।’

এদিকে আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। তাঁরা বলছেন, তফসিল ঘোষণার পর থেকেই নৌকার প্রার্থীরা নানাভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা কখনো বলছেন নৌকা ছাড়া ভোট দিলে ভোট নষ্ট হয়ে যাবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার সব পদক্ষেপ নেওয়া হবে।’

এ দিকে ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার জমে উঠেছে।

ঝিকরগাছার গঙ্গানন্দপুর ও শিমুলিয়ার রিটার্নিং কর্মকর্তা বি এম কামরুজ্জামান বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত