মাগুরা প্রতিনিধি
মাগুরায় ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে করোনা ইউনিটেও কেউ ভর্তি নেই। যাঁরা ছিলেন অনেক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা যায়, জেলায় করোনা আক্রান্তের হার শূন্য শতাংশ। গতকাল সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাগুরায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৫২ জনের। ভাইরাসটিতে মারা গেছেন ৯১ জন। বর্তমানে করোনা রোগী না থাকায় মাগুরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ড বন্ধ রয়েছে। তবে সেখানে যে সব চিকিৎসক ও নার্স দায়িত্বে ছিলেন তাঁরা সব সময় প্রস্তুতি নিয়ে রেখেছেন।
মাগুরা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। এই জনসংখ্যার ১৮ বছর পর্যন্ত বয়সী ধরে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে ৮ মাস আগে। স্বাস্থ্য বিভাগ বলেছে, মোট জনসংখ্যার ৬০ শতাংশ টিকার আওতায় নিয়ে আসবে। এই ৮ মাসে মাগুরায় যাঁরা করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন তার ৮০ শতাংশ টিকা দেওয়া শেষ।
সিভিল সার্জন জানান, অনেকে রেজিস্ট্রেশন করে আর আসেননি। হয়তো তাঁরা অন্য কোথা থেকে টিকা নিয়েছেন। বলা যায় প্রায় সব অ্যাকটিভ মানুষকে আমরা টিকা দিতে পেরেছি।
সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, সিনোফার্ম ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ম ডোজ ২ লাখ ৫১ হাজার ১৮১। এর মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ১২১ এবং নারী ১ লাখ ৩১ হাজার ৬০ জন। ২য় ডোজ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৮২২। এর মধ্য পুরুষ রয়েছে ৫৪ হাজার ৮৪৬ এবং নারী ৫২ হাজার ৯৭৬ জন।
অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ম ডোজ ১ লাখ ৩৮ হাজার ৯৬৯। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ৫৮৬ এবং নারী ৬৭ হাজার ৩৮৩ জন। ২য় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫৬২। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৬৮৮ এবং নারী ১৯ হাজার ৮৭৪ জন।
সিভিল সাজন শহীদুল্লাহ দেওয়ান বলেন, টিকা নেওয়া ও মাস্ক ব্যবহারের সুফল আমরা পাচ্ছি।
মাগুরায় ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে করোনা ইউনিটেও কেউ ভর্তি নেই। যাঁরা ছিলেন অনেক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা যায়, জেলায় করোনা আক্রান্তের হার শূন্য শতাংশ। গতকাল সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাগুরায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৫২ জনের। ভাইরাসটিতে মারা গেছেন ৯১ জন। বর্তমানে করোনা রোগী না থাকায় মাগুরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ড বন্ধ রয়েছে। তবে সেখানে যে সব চিকিৎসক ও নার্স দায়িত্বে ছিলেন তাঁরা সব সময় প্রস্তুতি নিয়ে রেখেছেন।
মাগুরা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। এই জনসংখ্যার ১৮ বছর পর্যন্ত বয়সী ধরে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে ৮ মাস আগে। স্বাস্থ্য বিভাগ বলেছে, মোট জনসংখ্যার ৬০ শতাংশ টিকার আওতায় নিয়ে আসবে। এই ৮ মাসে মাগুরায় যাঁরা করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন তার ৮০ শতাংশ টিকা দেওয়া শেষ।
সিভিল সার্জন জানান, অনেকে রেজিস্ট্রেশন করে আর আসেননি। হয়তো তাঁরা অন্য কোথা থেকে টিকা নিয়েছেন। বলা যায় প্রায় সব অ্যাকটিভ মানুষকে আমরা টিকা দিতে পেরেছি।
সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, সিনোফার্ম ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ম ডোজ ২ লাখ ৫১ হাজার ১৮১। এর মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ১২১ এবং নারী ১ লাখ ৩১ হাজার ৬০ জন। ২য় ডোজ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৮২২। এর মধ্য পুরুষ রয়েছে ৫৪ হাজার ৮৪৬ এবং নারী ৫২ হাজার ৯৭৬ জন।
অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ম ডোজ ১ লাখ ৩৮ হাজার ৯৬৯। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ৫৮৬ এবং নারী ৬৭ হাজার ৩৮৩ জন। ২য় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫৬২। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৬৮৮ এবং নারী ১৯ হাজার ৮৭৪ জন।
সিভিল সাজন শহীদুল্লাহ দেওয়ান বলেন, টিকা নেওয়া ও মাস্ক ব্যবহারের সুফল আমরা পাচ্ছি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫