দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ আড়াই মাসের অধিক সময় বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। গত শনিবার সকাল থেকে এ উত্তোলন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক মাইনিং সাইফুল ইসলাম। এদিকে কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার আগামী এক সপ্তাহের মধ্যে জমি অধিগ্রহণের অর্থ পরিশোধের আল্টিমেটাম দিয়েছেন।
গতকাল সোমবার শহরের বড়পুকুরিয়া ঈদগাহ মাঠে সকাল ১০টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন।
অন্যদিকে খনি কর্তৃপক্ষ জানায়, চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন চুক্তি হতে আরও মাসখানেক সময় লাগতে পারে। এ সময় সার্বিক অবস্থা বিবেচনা করে পুরোনো চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে নতুন করে চুক্তি হলে সে অনুযায়ী কাজ শুরু হবে। এর আগে খনিটির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখ থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়।
সূত্রে জানা যায়, শনিবার থেকে স্বল্প পরিসরে কিছু চায়না ও বাংলাদেশি শ্রমিকের মাধ্যমে কয়লা উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে চায়না শ্রমিকদের একটা বড় অংশ কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিন শেষে এরা কাজে যোগ দিলে তখন উৎপাদন আরও বাড়বে। আর বাইরে থাকা বাংলাদেশি শ্রমিকদের পর্যায়ক্রমে কোয়ারেন্টিন সম্পন্ন করে তাঁরাও কাজে যোগ দেবেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, আগামী মাসের মধ্যেই নতুন করে চুক্তি নবায়ন করা হবে। আপাতত পুরোনো চুক্তির আওতায় উৎপাদন শুরু হয়েছে। প্রথম দিনে সাত শ মেট্রিক টন কয়লা উৎপাদন হয়েছে। গতকালও সমপরিমাণ কয়লা উৎপাদিত হওয়ার কথা। দু-তিন দিন পর এটা বেড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্রিক টন হবে। যারা কোয়ারেন্টিনে আছেন, তাঁরা কাজে যোগ দিলে তখন দুই শিফট চালু হলে উৎপাদন দুই হাজার মেট্রিক টন হবে। পর্যায়ক্রমে স্বাভাবিক উৎপাদনে ফিরবে।
বর্তমান এ সময়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লার মজুত আছে জানিয়ে তিনি বলেন, এটা দিয়ে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর নতুন করে উৎপাদিত কয়লা আগামী মৌসুমের জন্য মজুত রাখা হবে।
এ ছাড়া অধিগ্রহণ বিষয়ে প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, এটি জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাঝখানে করোনা ও লকডাউনের কারণে বিলম্বিত হয়েছে। শিগগিরই তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ আড়াই মাসের অধিক সময় বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। গত শনিবার সকাল থেকে এ উত্তোলন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক মাইনিং সাইফুল ইসলাম। এদিকে কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার আগামী এক সপ্তাহের মধ্যে জমি অধিগ্রহণের অর্থ পরিশোধের আল্টিমেটাম দিয়েছেন।
গতকাল সোমবার শহরের বড়পুকুরিয়া ঈদগাহ মাঠে সকাল ১০টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন।
অন্যদিকে খনি কর্তৃপক্ষ জানায়, চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন চুক্তি হতে আরও মাসখানেক সময় লাগতে পারে। এ সময় সার্বিক অবস্থা বিবেচনা করে পুরোনো চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে নতুন করে চুক্তি হলে সে অনুযায়ী কাজ শুরু হবে। এর আগে খনিটির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখ থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়।
সূত্রে জানা যায়, শনিবার থেকে স্বল্প পরিসরে কিছু চায়না ও বাংলাদেশি শ্রমিকের মাধ্যমে কয়লা উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে চায়না শ্রমিকদের একটা বড় অংশ কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিন শেষে এরা কাজে যোগ দিলে তখন উৎপাদন আরও বাড়বে। আর বাইরে থাকা বাংলাদেশি শ্রমিকদের পর্যায়ক্রমে কোয়ারেন্টিন সম্পন্ন করে তাঁরাও কাজে যোগ দেবেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, আগামী মাসের মধ্যেই নতুন করে চুক্তি নবায়ন করা হবে। আপাতত পুরোনো চুক্তির আওতায় উৎপাদন শুরু হয়েছে। প্রথম দিনে সাত শ মেট্রিক টন কয়লা উৎপাদন হয়েছে। গতকালও সমপরিমাণ কয়লা উৎপাদিত হওয়ার কথা। দু-তিন দিন পর এটা বেড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্রিক টন হবে। যারা কোয়ারেন্টিনে আছেন, তাঁরা কাজে যোগ দিলে তখন দুই শিফট চালু হলে উৎপাদন দুই হাজার মেট্রিক টন হবে। পর্যায়ক্রমে স্বাভাবিক উৎপাদনে ফিরবে।
বর্তমান এ সময়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লার মজুত আছে জানিয়ে তিনি বলেন, এটা দিয়ে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর নতুন করে উৎপাদিত কয়লা আগামী মৌসুমের জন্য মজুত রাখা হবে।
এ ছাড়া অধিগ্রহণ বিষয়ে প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, এটি জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাঝখানে করোনা ও লকডাউনের কারণে বিলম্বিত হয়েছে। শিগগিরই তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫