Ajker Patrika

নিয়ম মেনেই বন্ধ শপিং মল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২২, ১২: ৫০
নিয়ম মেনেই বন্ধ শপিং মল

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টায় দোকানপাট বন্ধের সরকারি সিদ্ধান্ত মেনে রাজধানী ঢাকার শপিং মলগুলো বন্ধ হচ্ছে যথাসময়েই। তবে সন্ধ্যার পরই অফিসফেরত ক্রেতাদের সমাগম শুরু হয় দাবি করে ব্যবসায়ীরা বলছেন, রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে পারলে তাঁদের লোকসানের শঙ্কা থাকে না।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৯ জুন নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হয় পরদিন ২০ জুন থেকে। পরে ঈদুল আজহা সামনে রেখে ব্যবসায়ীদের অনুরোধে ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ঈদ শেষে আবার গতকাল মঙ্গলবার থেকে রাত ৮টায় শপিং মল, মার্কেট, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

গতকাল রাতে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা শপিং মল, মৌচাক মোড়ের ফরচুন শপিং মল ও মৌচাক মার্কেট, মগবাজার ওয়ারলেস এলাকার গ্র্যান্ড প্লাজা শপিং মল, বিশাল সুপার মার্কেটসহ কয়েকটি শপিং মল ঘুরে দেখা গেছে, রাত ৮টার আগেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই মলের প্রবেশ গেটে আসা ক্রেতাদের বুঝিয়ে ফেরত পাঠাতে দেখা যায় তাদের। ঠিক ৮টায় মার্কেটগুলোর সেন্ট্রাল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন নিজেরাই।

পুলিশ প্লাজা শপিং মলের ব্যবসায়ী আলতাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিনের কেনাবেচার বড় অংশই শুরু হয় সন্ধ্যার পর। এ সময় অফিসফেরত ক্রেতারা কেনাকাটা করতে আসেন। এ ছাড়া এখন তো সন্ধ্যাই হয় ৭টার পর। এ জন্য যদি আমরা আরও দুই ঘণ্টা অতিরিক্ত সময় পেতাম, তাহলে আমাদের বেচাবিক্রিতে কোনো প্রভাব পড়ত না।’

ফরচুন শপিং মলের নিরাপত্তা প্রহরী খলিলুর রহমান জানান, সাড়ে ৭টার মধ্যে শপিং মলের ব্যবসায়ীরা দোকান গুছিয়ে ফেলেছেন, আর বন্ধ করেছেন ৮টার মধ্যে। ততক্ষণে মার্কেটের বিদ্যুৎ চলে গেছে। তবে এই সময় আশপাশের বেশ কিছু দোকান খোলা থাকতে দেখা গেছে। খোলা থাকা মালিবাগ রেলগেট-সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মোহাম্মদ মুন্না জানান, তাঁরা বন্ধের প্রস্তুতি নিচ্ছেন। আধা ঘণ্টার মধ্যে বন্ধ করবেন।

গ্র্যান্ড প্লাজা শপিং মলের ব্যবসায়ী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘যদিও সরকারি সিদ্ধান্ত মানতেই হবে, তবে রাত ৮টায় বন্ধ করার সিদ্ধান্তে আমাদের কিছু সমস্যা হয়। ঢাকায় বেশির ভাগ অফিস ছুটি হয় বিকেল ৫টা-৬টার দিকে। সকালে বা দুপুরে ক্রেতারা তেমন একটা মার্কেটে আসেন না। সচরাচর বিকেল বা সন্ধ্যায় ক্রেতারা মার্কেটে আসেন। তাঁরা এসে যদি ১ ঘণ্টা সময়ও না পান, তাহলে তো কেনাকাটা করতে পারবেন না।’

এদিকে কয়েকজন ক্রেতাও ৮টার মধ্যে শপিং মল বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। বনানী থেকে পুলিশ প্লাজা শপিং মলে কেনাকাটা করতে আসা মেহেরুন নেসা জানান, সারা দিন অফিস করে জরুরি কিছু কেনাকাটা করতে এখানে এসেছেন। কিন্তু এক দোকান ঘুরে দেখতেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করার জন্য তোড়জোড় শুরু করেছেন। তিনি বলেন, সারা দিন তো আর মানুষ কেনাকাটা করতে আসেন না। সরকারের উচিত প্রয়োজনে দিনের বেলা বন্ধ রেখে সন্ধ্যার পরে আরও দুই ঘণ্টা খোলা রাখলে সবার জন্যই সুবিধা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত