Ajker Patrika

ঝুঁকি এড়াতে ব্যালট সকালে

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ১৩
ঝুঁকি এড়াতে ব্যালট সকালে

দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জয়পুরহাটের আক্কেলপুরে এবং বগুড়ার শিবগঞ্জে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছানো হবে আজ বৃহস্পতিবার সকালে। এ সিদ্ধান্তে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে এলাকায় সর্বত্র চলছে আলোচনা।

আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে পাঁচটি ইউপির মোট ৪৫টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। প্রতিটি ভোটকেন্দ্রে আজ সকালেই ব্যালেট পেপার পৌঁছাবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার তিলকপুর, গোপীনাথপুর, সোনামুখী, রুকিন্দীপুর, রায়কালী- এই পাঁচটি ইউপিতে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৯৫ হাজার ৩৪৮। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৭ হাজার ৪৮০ আর নারী ভোটার ৪৭ হাজার ৮৬৮।

গতকাল বুধবার বিকেলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের ব্যালট পেপার ছাড়া নির্বাচনী অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়। রাতে ভোটের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বস্তি পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের আগের দিন ব্যালট পেপার না থাকায় নিজেকে ঝুঁকিমুক্ত মনে হচ্ছে। ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে স্বস্তিতে থাকতে পারব।’

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালেট পেপার পাঠানোর ব্যবস্থা করায় আমাদের আর রাতের বেলায় ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে না। এতে স্বস্তি পেয়েছি।’

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ভোটের দিন ভোররাতে ব্যালট পেপার পৌঁছাবে। সেখান থেকে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা কড়া নিরাপত্তায় ব্যালট পেপার ভোটকেন্দ্র নিয়ে যাবেন।

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি গতকাল বুধবার সম্পন্ন করে নির্বাচন অফিস। ব্যালট পেপার ছাড়া কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় বাকি নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফ করেছেন পুলিশ সুপার।

নির্বাচন অফিস জানিয়েছে, উপজেলার ১১টি ইউনিয়ন যথাক্রমে ময়দানহাট্টা, কিচক, শিবগঞ্জ, আটমুল, বুড়িগঞ্জ, পিরব, মাঝিহট্ট, বিহার, রায়নগর, সৈয়দপুর ও দেউলীতে ১ লাখ ৩৩ হাজার ৫৮৭ জন পুরুষ ও ১ লাখ ৩৩ হাজার ৩০৯ জন নারীসহ সর্বমোট ২ লাখ ৬৬ হাজার ৮৯৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বমোট ১২৫টি কেন্দ্রে ১২৫ জন প্রিসাইডিং অফিসার, ৭৪৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৪৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এ দিকে তফসিল ঘোষণার পর থেকে প্রচারের শেষ দিন পর্যন্ত উপজেলার বিহার, মাঝিহট্ট, কিচক, বুড়িগঞ্জসহ বেশ কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের কর্মী-সমর্থকরা সহিংসতায় জড়িয়ে পড়ায় আগামীকাল (বৃহস্পতিবার)  নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন সচেতন ভোটাররা।

এ ব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও ভিডিপির সাথে মাঠে দায়িত্ব পালন করবে স্ট্রাইকিং ফোর্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত