Ajker Patrika

স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন বেরোবি শিক্ষার্থী বাঁধন

বেরোবি সংবাদদাতা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩: ৩৯
স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন বেরোবি শিক্ষার্থী বাঁধন

মো. নূর হাশেম বাঁধন। পঁচিশ বছর বয়সী হাস্যোজ্জ্বল এই যুবক পড়ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। তিনি শুধু স্বপ্নবাজই নন, বরং স্বপ্নকে বাস্তবে রূপদানে বিশ্বাসী এক সাংগঠনিক যুবক।

ছোটবেলায় স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে এক অসহায় ব্যক্তির ঘরের চালার ব্যবস্থা করে দিয়েছিলেন বাঁধন। অপরের কল্যাণে সেখান থেকেই তাঁর পথচলা শুরু।

বাঁধনের জন্ম দিনাজপুর সদর উপজেলার বড় গুড়গোলা গ্রামে। বাবা আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তিনি তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।

নিজের কাজকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে এই তরুণ ২০১৯ সালে গঠন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন’। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিন বছর ধরে দেশের ৩২ জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চারটি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।

বাঁধনের স্বপ্ন ২০২৫ সালের মধ্যে দেশের আনাচে-কানাচে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা। এই ফাউন্ডেশনের প্রজেক্ট বনলতার উদ্যোগে উত্তরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের বিশেষ করে সাঁওতাল নারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সনাতন কর্মসংস্থানের মধ্যে আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে টেকসই পরিবর্তন আনার কাজ করা হচ্ছে। এতে দিনাজপুরের চকলাপাড়ায় ৩৫ সাঁওতাল নারীর কর্মসংস্থান সৃষ্টিসহ ৫০ নারী এ বছর পেতে যাচ্ছেন নতুন কর্মসংস্থানের সুযোগ।

এ ছাড়া হ্যান্ড হাইজিনকে (হাতের স্বাস্থ্যবিধি) প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়ে মানুষের সাধারণ অভ্যাসে পরিণত করতে দুই বছর ধরে দেশে প্রথমবারের মতো হাইজিন অলিম্পিয়াড পরিচালনা করছে এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন। যার মাধ্যমে এখন পর্যন্ত ১৫ হাজার সুবিধাবঞ্চিত এবং ৭ হাজার সাধারণ শিশুকে এই প্রয়াসের সঙ্গে যুক্ত করা হয়েছে।

বাঁধন সম্প্রতি স্বেচ্ছাসেবী কাজে অনবদ্য ভূমিকা রাখায় অর্জন করেছেন আরবি ফাউন্ডেশনের হিরো অ্যাওয়ার্ড। সেই সঙ্গে হিউম্যানিটি ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন থেকে পেয়েছেন ১ লাখ টাকার সিড ফান্ডিং।

বাঁধন বলেন, ‘আমার সংগঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতাসহ প্রান্তিক শিশুদের মেধা বিকাশের জন্য একটি সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করব। মফস্বল শহরের তরুণদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করব। আমি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, সেখানে থাকবে তরুণ প্রজন্মের হাতে স্বপ্নের বাংলাদেশ তৈরির মূলমন্ত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত