Ajker Patrika

‘সাভারকে দূষিত করতে আসিনি’

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৯: ২৮
‘সাভারকে দূষিত করতে আসিনি’

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, ‘ঢাকার পরিবেশদূষণ কমাতে গিয়ে ট্যানারিগুলো ঢাকার হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কিন্তু সাভারকে দূষিত করতে তো আমরা আসিনি। সাভারে যেসব সুবিধা থাকার কথা ছিল, তা এখনো গড়ে ওঠেনি।’

গতকাল শুক্রবার সাভারের একটি হোটেলে ‘কোয়ালিশন বিল্ডিং অ্যান্ড অ্যাডভোকেসি মিটিং’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন আবুল কালাম আজাদ। সলিডারিটি সেন্টার বাংলাদেশের সহযোগিতায় সভাটি আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে মিতালী ট্যানারির কর্মী ফয়েজ বলেন, ‘বুড়িগঙ্গা বাঁচাতে এসে আমরা ধলেশ্বরী ধ্বংস করছি। কারখানায় কোনো কথা বলতে গেলে, পরিবেশের কথা বলতে গেলে আমাদের চাকরি চলে যায়।’

আয়োজনে মূল প্রস্তাবনা পত্র উপস্থাপন করেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য সমস্যা ট্যানারি শ্রমিকদের একটি বড় সমস্যা। ট্যানারিগুলো সাভারে ট্রান্সফার করার আগেই এখানে হাসপাতাল হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখনো স্থায়ী হাসপাতাল হয়নি।

এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় সলিডারিটি সেন্টার বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা অনিন্দিতা ঘোষ ও স্বাস্থ্য কর্মকর্তা উম্মে মাহবুবা উপস্থিত ছিলেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী অত্যন্ত সম্ভাবনাময় চামড়া শিল্পকে টিকিয়ে রাখা এবং এই শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের জন্য ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত