Ajker Patrika

পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪১
পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন

পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউস মোড়ে ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ জেলা পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘জেলার আট উপজেলায় আটটি স্থানে এ রকম ভাস্কর্য স্থাপন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত