Ajker Patrika

ভিসা দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩: ৫৪
ভিসা দেওয়ার নামে প্রতারণা

১৫ দিনের মধ্যে ব্যবস্থা হবে কানাডার ভিসার। পড়াশোনার পাশাপাশি মিলবে চাকরির সুযোগ। এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ১০ লাখ করে টাকা দিয়ে অপেক্ষায় বসেছিলেন শত শত তরুণ-তরুণী। কিন্তু সেই অপেক্ষার পালা আর ফুরায় না। যে প্রতিষ্ঠানটির ভিসা জোগাড় করে দেওয়ার কথা, তারা পাসপোর্ট আটকে রেখে উল্টো আবার টাকা দাবি করতে থাকে। কানাডা যাওয়ার স্বপ্নে বিভোর তরুণ-তরুণীরা বোঝেন, তাঁরা প্রতারণার শিকার।

বাধ্য হয়ে শেষ পর্যন্ত কয়েকজন ভুক্তভোগী বিষয়টি সিআইডিকে অবগত করেন। পরে বনানীতে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের হোতা বিল্লাল হোসাইনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিসানুল হক বলেন, ‘জিসান এয়ার ইন্টারন্যাশনাল’ নামের ওই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছেন অনেকেই। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে প্রতারক চক্র যোগাযোগ করত বিদেশ গমনেচ্ছুদের সঙ্গে। পরে জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে কানাডার ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিত।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া বিল্লাল কানাডার জাল ভিসা সরবরাহকারী প্রতারক চক্রের মূল হোতা। কানাডা পাঠানোর কথা বলে সম্প্রতি সে একজনের কাছ থেকে ৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভিসা না হওয়ায় ওই ভুক্তভোগী পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করলে বিল্লাল গড়িমসি শুরু করেন। পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য বিকাশে আরও টাকা দাবি করেন তিনি। সেই টাকা না পেয়ে জাল ভিসাসহ ৮ জনের পাসপোর্ট একটি কুরিয়ার সার্ভিসে রেখে যান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল প্রতারণার কথা স্বীকার করেছেন।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, এ চক্রের আরও দুই সদস্য জোবায়ের ও মাহফুজ পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিল্লালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সিআইডি বাদী হয়ে একটি মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত