Ajker Patrika

বিয়ের প্রলোভন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৪০
বিয়ের প্রলোভন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ফেসবুক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়। গ্রেপ্তার টিকটকারের নাম মাসুদ গণি মান্না। সে হবিগঞ্জ জেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির বলেন, ‘মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে শ্রীমঙ্গল তামিম রিসোর্টে এনে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই তরুণী শ্রীমঙ্গল থানায় মামলা করেন। গতকাল বুধবার ভোররাতে সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম অর রশিদ তালুকদার বলেন, ‘বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত