Ajker Patrika

এসপির সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২০
এসপির সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ

মাত্র দুই মাসের ব্যবধানে খলিলুল্লাহ আজাদ মিল্টন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮টি মামলা। এ ঘটনায় দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

গতকাল রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করেছিলেন খলিলুল্লাহ। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় ১৫ নভেম্বর রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত