Ajker Patrika

বিজয় দিবসে প্রাণবন্ত ক্রীড়াঙ্গন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
বিজয় দিবসে প্রাণবন্ত ক্রীড়াঙ্গন

লড়াইটা জমেনি। ম্যাচের ফল অবশ্য গুরুত্বপূর্ণও নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। মহান মুক্তিযুদ্ধের দুই শহীদ আবদুল হালিম জুয়েল ও সংগঠক মুশতাক আহমেদ স্মরণে এই আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশ জিতেছে ৪২ রানে। আতহার আলী খানের হাফ সেঞ্চুরির সুবাদে শহীদ মুশতাক একাদশকে হারায় খালেদ মাসুদ পাইলটের দল।

ম্যাচের আগে দুই দল মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শপথবাক্য পাঠ করেন খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তারা।

বাফুফের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় প্রীতি ম্যাচ। লাল ও সবুজ দলের সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত