রাজশাহী প্রতিনিধি
মিথ্যা মামলা দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে জেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এই প্রার্থীর নাম অধ্যক্ষ নূর মোহাম্মদ তুফান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ বর্তমানে রাজশাহী জেলা পরিষদের সদস্য এবং বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান। ইউপি নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। গত ৫ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। ৭ ডিসেম্বর তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তাঁর স্ত্রী রোজিনা আকতারী এখন প্রচার শুরু করেছেন।
গতকাল শনিবার রোজিনা আকতারী রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর স্বামীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক তাঁর স্বামীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ১৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর স্বামী টাকা না নিয়ে ভোটে নামেন। এর জেরে গত ৪ ডিসেম্বর দুপুরে শফিকুলের কয়েকজন কর্মীর নেতৃত্বে মুখোশধারী ৬০–৭০ সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির গেট ও কাচের জানালা ভাঙচুর করে।
রোজিনা আরও বলেন, ওই হামলার পরদিন ভোর ৫টায় বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই চারজনের নামে মামলা করার কথা বলে নূর মোহাম্মদকে ডাকেন। তিনি দুজনকে নিয়ে থানায় গেলে উল্টো তাঁদেরই আটকে রাখা হয়। এরপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।
নূর মোহাম্মদকে ডেকে থানায় আটকে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এটা তো পুলিশের পলিসি। পুলিশ কীভাবে গ্রেপ্তার করবে, সেটা পুলিশের ব্যাপার।’
ওসি বলেন, নৌকার সমর্থকেরা নূর মোহাম্মদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন মাইকে ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। সেখানে একটা মার্ডারও হতে পারত। এ বিষয়ে জানতে মামলার বাদীকে কল করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। এ বিষয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম কোনো কথা বলতে চাননি। তিনি বলেন, ‘এখন গণসংযোগে আছি, সাক্ষাতে কথা হবে।’
মিথ্যা মামলা দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে জেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এই প্রার্থীর নাম অধ্যক্ষ নূর মোহাম্মদ তুফান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ বর্তমানে রাজশাহী জেলা পরিষদের সদস্য এবং বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান। ইউপি নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। গত ৫ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। ৭ ডিসেম্বর তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তাঁর স্ত্রী রোজিনা আকতারী এখন প্রচার শুরু করেছেন।
গতকাল শনিবার রোজিনা আকতারী রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর স্বামীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক তাঁর স্বামীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ১৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর স্বামী টাকা না নিয়ে ভোটে নামেন। এর জেরে গত ৪ ডিসেম্বর দুপুরে শফিকুলের কয়েকজন কর্মীর নেতৃত্বে মুখোশধারী ৬০–৭০ সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির গেট ও কাচের জানালা ভাঙচুর করে।
রোজিনা আরও বলেন, ওই হামলার পরদিন ভোর ৫টায় বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই চারজনের নামে মামলা করার কথা বলে নূর মোহাম্মদকে ডাকেন। তিনি দুজনকে নিয়ে থানায় গেলে উল্টো তাঁদেরই আটকে রাখা হয়। এরপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।
নূর মোহাম্মদকে ডেকে থানায় আটকে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এটা তো পুলিশের পলিসি। পুলিশ কীভাবে গ্রেপ্তার করবে, সেটা পুলিশের ব্যাপার।’
ওসি বলেন, নৌকার সমর্থকেরা নূর মোহাম্মদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন মাইকে ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। সেখানে একটা মার্ডারও হতে পারত। এ বিষয়ে জানতে মামলার বাদীকে কল করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। এ বিষয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম কোনো কথা বলতে চাননি। তিনি বলেন, ‘এখন গণসংযোগে আছি, সাক্ষাতে কথা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫