Ajker Patrika

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

মিথ্যা মামলা দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে জেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এই প্রার্থীর নাম অধ্যক্ষ নূর মোহাম্মদ তুফান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ বর্তমানে রাজশাহী জেলা পরিষদের সদস্য এবং বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান। ইউপি নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। গত ৫ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। ৭ ডিসেম্বর তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তাঁর স্ত্রী রোজিনা আকতারী এখন প্রচার শুরু করেছেন।

গতকাল শনিবার রোজিনা আকতারী রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর স্বামীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক তাঁর স্বামীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ১৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর স্বামী টাকা না নিয়ে ভোটে নামেন। এর জেরে গত ৪ ডিসেম্বর দুপুরে শফিকুলের কয়েকজন কর্মীর নেতৃত্বে মুখোশধারী ৬০–৭০ সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির গেট ও কাচের জানালা ভাঙচুর করে।

রোজিনা আরও বলেন, ওই হামলার পরদিন ভোর ৫টায় বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই চারজনের নামে মামলা করার কথা বলে নূর মোহাম্মদকে ডাকেন। তিনি দুজনকে নিয়ে থানায় গেলে উল্টো তাঁদেরই আটকে রাখা হয়। এরপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।

নূর মোহাম্মদকে ডেকে থানায় আটকে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এটা তো পুলিশের পলিসি। পুলিশ কীভাবে গ্রেপ্তার করবে, সেটা পুলিশের ব্যাপার।’

ওসি বলেন, নৌকার সমর্থকেরা নূর মোহাম্মদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন মাইকে ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। সেখানে একটা মার্ডারও হতে পারত। এ বিষয়ে জানতে মামলার বাদীকে কল করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। এ বিষয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম কোনো কথা বলতে চাননি। তিনি বলেন, ‘এখন গণসংযোগে আছি, সাক্ষাতে কথা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত