Ajker Patrika

লংগদুতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
লংগদুতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাঙামাটির লংগদুর ৪ নম্বর বগাচতর ইউনিয়নে পূর্ব রাঙ্গীপাড়া হেলিপ্যাড ক্যাম্প থেকে চাকমা দোকান পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন পাঁচ হাজার মানুষ।

দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে।

স্থানীয় বাসিন্দারা জানায়, প্রতি বছর এই রাস্তা দিয়ে এলাকায় চাষা হওয়া আদা, হলুদ, ধান, ঝাড়ুফুল, কলা, গাছ, বাঁশসহ বিভিন্ন মালামাল বাজারে আনা-নেওয়া হয়। ছয় চাকার মাধ্যমে এসব পণ্য পরিবহন করা হয়।

পূর্ব রাঙ্গীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা যশো চাকমা জানান, বগাচতর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাঙ্গীপাড়া সবচেয়ে বড় ওয়ার্ড এবং জনসংখ্যাও বেশি। পূর্ব রাঙ্গীপাড়া হেলিপেট ক্যাম্প থেকে চাকমা দোকান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি হচ্ছে একমাত্র চলাচলের রাস্তা। রাস্তাটি উন্নয়নের জন্য ইউপি সদস্য, চেয়ারম্যানের কাছে কয়েকবার জানানো হয়েছে। প্রতিশ্রুতি পেলেও কিন্তু বাস্তবায়ন হয়নি।

রাঙ্গীপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান জানান, সংস্কারের পরও গাড়ি রাস্তাটিকে নষ্ট করে ফেলে। তিন মাস আগে এই রাস্তাটি ইট সলিং করার জন্য চেয়ারম্যানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে দরখাস্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, অনুমোদন হলে এই সমস্যা আর থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত