ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর হলরুম থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবে ৭ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। এরপর থেকে ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া পলাতক ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের যান তিনি।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান লিটন মিয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির বলেন, আমার চাচা শপথ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। শপথ শেষে বের হলে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর দাবি, নির্বাচনের দিনে ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। পুলিশ মামলায় মিথ্যা আসামি করেছেন তাঁদের।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘২৬ ডিসেম্বর ভৈরবের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া প্রধান আসামি ছিলেন। এ ছাড়া মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে গ্রেপ্তারের খবর শুনেছি।
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর হলরুম থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবে ৭ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। এরপর থেকে ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া পলাতক ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের যান তিনি।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান লিটন মিয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির বলেন, আমার চাচা শপথ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। শপথ শেষে বের হলে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর দাবি, নির্বাচনের দিনে ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। পুলিশ মামলায় মিথ্যা আসামি করেছেন তাঁদের।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘২৬ ডিসেম্বর ভৈরবের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া প্রধান আসামি ছিলেন। এ ছাড়া মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে গ্রেপ্তারের খবর শুনেছি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫