পটুয়াখালীর মোট ৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ পূজা মণ্ডপের সংখ্যা বাউফল উপজেলায়। শরতের এই দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলার মণ্ডপগুলোতে চলছে সার্বিক প্রস্তুতি। বেড়েছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। এখন তাঁরা ব্যস্ত প্রতিমার অবয়ব তৈরিতে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর আসুরিক শক্তি বিনাশ করতে এই ধরাধামে আবির্ভূত হন দেবী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমাজ থেকে অন্যায়-অবিচার ও গ্লানি দুর করতেই এই পূজার আয়োজন।
উপজেলার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, অনেক মণ্ডপে মাটির কাজ শেষের দিকে আবার অনেকে মাটির কাজ শুরু করেছেন। বাউফল কালীবাড়ি পূজা মণ্ডপের কারিগর রূপক পাল বলেন, ‘মাটির প্রলেপ দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়েছে। কিছুদিন বাদে মাটির প্রলেপ শুকিয়ে গেলে রঙের কাজ করে প্রতিমা কমিটির কাছে হস্তান্তর করা হবে। কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ি ও লক্ষ্মী নারায়ণ মন্দির কালীবাড়ি পূজা মণ্ডপের মাটির কাজ শেষ।’
জাতীয় পূজা উদ্যাপন কমিটির পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক কাজল বরণ দাস বলেন, ‘জেলায় মোট পূজা মণ্ডপের সংখ্যা ১৮৫ টি। এর মধ্যে ৭০টি পূজা মণ্ডপ বাউফলে।’
কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ির পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক উত্তম কর্মকার বলেন, ‘করোনার জন্য কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনেক অনুষ্ঠান স্বল্প পরিসরে করা হবে। পূজা মণ্ডপে সকল দর্শনার্থীর মাস্ক ও হাত ধোয়া নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘উপজেলার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রতি মণ্ডপে প্রয়োজনীয় পুলিশ ও আনসার দেওয়া হবে। এ ছাড়া মণ্ডপগুলো সার্বক্ষণিক মনিটরিং করার জন্য একটি টিম কাজ করবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে এ উৎসব পালন করতে পারে তার সকল ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মী নারায়ণ মন্দিরের পুরোহিত গোপাল গাঙ্গুলি বলেন, ‘এ বছর পঞ্জিকার তিথি অনুযায়ী, ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ১৫ অক্টোবর দশমী পূজা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এবার দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে, আর যাবেনও ঘোড়ায় চড়ে।
পটুয়াখালীর মোট ৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ পূজা মণ্ডপের সংখ্যা বাউফল উপজেলায়। শরতের এই দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলার মণ্ডপগুলোতে চলছে সার্বিক প্রস্তুতি। বেড়েছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। এখন তাঁরা ব্যস্ত প্রতিমার অবয়ব তৈরিতে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর আসুরিক শক্তি বিনাশ করতে এই ধরাধামে আবির্ভূত হন দেবী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমাজ থেকে অন্যায়-অবিচার ও গ্লানি দুর করতেই এই পূজার আয়োজন।
উপজেলার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, অনেক মণ্ডপে মাটির কাজ শেষের দিকে আবার অনেকে মাটির কাজ শুরু করেছেন। বাউফল কালীবাড়ি পূজা মণ্ডপের কারিগর রূপক পাল বলেন, ‘মাটির প্রলেপ দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়েছে। কিছুদিন বাদে মাটির প্রলেপ শুকিয়ে গেলে রঙের কাজ করে প্রতিমা কমিটির কাছে হস্তান্তর করা হবে। কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ি ও লক্ষ্মী নারায়ণ মন্দির কালীবাড়ি পূজা মণ্ডপের মাটির কাজ শেষ।’
জাতীয় পূজা উদ্যাপন কমিটির পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক কাজল বরণ দাস বলেন, ‘জেলায় মোট পূজা মণ্ডপের সংখ্যা ১৮৫ টি। এর মধ্যে ৭০টি পূজা মণ্ডপ বাউফলে।’
কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ির পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক উত্তম কর্মকার বলেন, ‘করোনার জন্য কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনেক অনুষ্ঠান স্বল্প পরিসরে করা হবে। পূজা মণ্ডপে সকল দর্শনার্থীর মাস্ক ও হাত ধোয়া নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘উপজেলার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রতি মণ্ডপে প্রয়োজনীয় পুলিশ ও আনসার দেওয়া হবে। এ ছাড়া মণ্ডপগুলো সার্বক্ষণিক মনিটরিং করার জন্য একটি টিম কাজ করবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে এ উৎসব পালন করতে পারে তার সকল ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মী নারায়ণ মন্দিরের পুরোহিত গোপাল গাঙ্গুলি বলেন, ‘এ বছর পঞ্জিকার তিথি অনুযায়ী, ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ১৫ অক্টোবর দশমী পূজা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এবার দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে, আর যাবেনও ঘোড়ায় চড়ে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫