Ajker Patrika

বৃষ্টির পর বেড়ে গেছে শীত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
বৃষ্টির পর বেড়ে গেছে শীত

নীলফামারী ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে গত সপ্তাহের বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে শুরু করেছে। সঙ্গে ঠান্ডা বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।। বিশেষ করে তিস্তার চর ও ছিন্নমূল মানুষ আবারও শীতে কাতর হয়ে পড়ছেন। দিনের বিভিন্ন সময় খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন তাঁরা।

এদিকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমা ছাড়াও চলতি মাসের তৃতীয় সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, গত বৃহস্পতিবার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ মিলিমিটার।

তিনি আরও জানান, দেশের উত্তরাঞ্চলে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দু-তিন দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে এবং তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে।

রেলওয়ে সহকারী লোকোমাস্টার (ট্রেনচালক) আব্দুল কুদ্দুস বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন রেলপথের আন্তনগর ও পণ্যবাহী ট্রেনগুলো ঘন কুয়াশায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতার সঙ্গে চলাচল করছে।

দিনাজপুরের হিলির শ্রমজীবী মেহেদুল ইসলাম বলেন, ‘গত তিন-চার দিন শীত তেমন না একটা ছিল না। এতে করে কাজকর্ম করতে সুবিধা হয়েছি; কিন্তু বৃষ্টিপাতের কারণে রাত থেকেই ভালো শীত অনুভূত হচ্ছে। এতে করে আমাদের মতো খেটে খাওয়া মানুষের কাজের সন্ধানে বের হয়ে কষ্ট ভোগ করতে হচ্ছে।’ এ ছাড়া ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বেলে ধীরগতিতে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের উদ্দেশ ছেড়ে আসা নৈশ কোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।

শহরের পৌর মার্কেটের কাপড় ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে তাপমাত্রা বেশি থাকায় দোকানে গরম কাপড়ের ক্রেতা একেবারে শূন্য হয়ে পড়েছিল। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে যাওয়ায় দোকানে ক্রেতার ভিড় আবারও বেড়েছে।’ তাঁর মতে, শীত নিবারণের জন্য স্বল্প আয়ের মানুষ ভিড় করছেন পুরোনো কাপড়ের দোকানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত