Ajker Patrika

৮ ইউপিতে চেয়ারম্যান হতে চান ৩২ জন

বান্দরবান ও রোয়াংছড়ি প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ০২
৮ ইউপিতে চেয়ারম্যান  হতে চান ৩২ জন

বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পদে মোট ৩২ জন মনোনয়নপত্র দিয়েছেন। এর মধ্যে থানচিতে ১৩ জন ও রোয়াংছড়িতে ১৯ জন প্রার্থী রয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ সব তথা জানা গেছে।

গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন রোয়াংছড়ির সদর ইউনিয়নে, ৮ জন। এ ছাড়া রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউপিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন মাশৈখিং মারমা।

রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হলে ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব ঠিকঠাক থাকলে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন প্রার্থী হবেন তিন্দু ইউপিতে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন থানচি সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অংপ্রু ম্রো, বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো এবং ক্রাপ্রু অং। এ ছাড়া তিন্দু ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মংপ্রু অং ছাড়াও থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা প্রার্থী হচ্ছেন। এদিকে রেমাক্রী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও চসিং মং মারমা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তা ছাড়া বলিপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিং অং ছাড়াও ক্যসাউ মারমা এবং মংক্যচিং প্রার্থী হবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রোয়াংছড়ি প্রতিনিধি জানিয়েছেন,

উপজেলার ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৪ জন, বিদ্রোহী ২ জন, স্বতন্ত্র ১৩ জনসহ মোট ১৯ জন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন ও সাধারণ সদস্য পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোয়াংছড়ি সদর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহ্লা অং মারমা ছাড়াও উমংসিং মারমা, বিদ্রোহী প্রার্থী থোয়াইচপ্রু মারমা, সাহ্লা মং মারমা, পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, বাবুলকান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া তারাছা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী উনু মং মারমা এবং শৈনুপ্রু মারমা প্রার্থী হবেন। এ দিকে আলেক্ষ্যং ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ লাপ্রাদ ত্রিপুরা, বিদ্রোহী প্রার্থীর কমল কান্তি বড়ুয়া, হ্লাশৈচিং মারমা ও একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাশৈখিং মারমা নির্বাচনে অংশ নেবেন। তা ছাড়া নোয়াপতং ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চ নু মং ছাড়াও বিএনপি নেতা হেডম্যান মংপু মারমা, জেএসএস নেতা শম্ভুকুমার তঞ্চঙ্গ্যা প্রার্থী হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত