বোরহান জাবেদ, ঢাকা
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম শাহিন শাহ আফ্রিদি। পরশু রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেওয়ার পর শাহিনের নামই জঁপছেন সবাই। দেশটির সবচেয়ে আরাধ্য ক্রিকেটার এখন তিনিই।
বিশ্বকাপের মঞ্চে ১৩ বারের চেষ্টায় অবশেষে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ‘আনলাকি থার্টিন’কে নিজেদের জন্য লাকি বানিয়ে নেন বাবররা। তবে ভারতের ভিতটা এদিন নাড়িয়ে দিয়েছিলেন শাহিনই। রোহিত, রাহুল, কোহলি—টপ অর্ডারের তিনজনকেই ফিরিয়ে পাকিস্তান ক্রিকেটের নতুন ‘শাহেন শাহ’ বনে গেছেন শাহিন। অভিষেকের পর থেকেই তিন সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে আছেন এই বাঁহাতি ফাস্ট বোলার।
সব কিছুর জন্য সাবেক পাকিস্তান অধিনায়ক মুশতাক মোহাম্মদ বড়সড় একটা ধন্যবাদ পেতেই পারেন। লান্ডিকোটালে শাহিনকে যে প্রথম দেখেছিলেন তিনিই! শাহিনের সৌজন্যেই পর্বতঘেরা অচেনা ছোট্ট শহরটির নাম এখন সবার মুখে মুখে। এখানেই বলে ইলেকট্রিক টেপ পেঁচিয়ে এবড়োখেবড়ো পাহাড়ি ভূমিতে চষে বেরিয়েছেন শাহিন।
স্থানীয় অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট দেখতে লান্ডিকোটালে হাজির হয়েছিলেন মুশতাক। লম্বা-লিকলিকে ছেলেটাকে দেখে মনে ধরে যায় তাঁর। তবে সেটা শাহিনের দৈহিক গঠনে নয়, বাঁহাতে তার বোলিং দ্যুতি ছড়াতে দেখে। এরপরের গল্পটা আপনি যেমনটা ভাবছেন সেরকমই। মুশতাকই আড়াল থেকে আলোতে নিয়ে আসেন শাহিনকে। তবে বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর বাকি কাজটা শাহিনই করেছেন।
পরশু ভারতের বিপক্ষে ম্যাচের আগে জানিয়েছিলেন, প্রথম তিন ব্যাটারের উইকেট নিতে চান। তার মধ্যে স্বপ্নের উইকেট যে কোহলির, সেটা আর না বললেও চলছে। তবে নিজের সেরা ডেলিভারির কথা বললে নিশ্চিতভাবেই প্রথম দুটির কথাই বলবেন। দুর্দান্ত দুটি ইনসুইং ইয়র্কারে ফেরান রোহিত-রাহুলকে। এই অস্ত্রটা শিখেছেন বেশিদিন হয়নি। তাঁর বোলিং দেখে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেনও অবাক, ‘ওর দুর্দান্ত ডেলিভারি দুটো আমি প্রথম দেখলাম।’
‘ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ’—পাকিস্তান ক্রিকেট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনের প্রায় অমর হয়ে ওঠা একটি উক্তি। শাহিন অবশ্য পাকিস্তানকে এখনো ‘ডাউন’ হতে দেননি।
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম শাহিন শাহ আফ্রিদি। পরশু রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেওয়ার পর শাহিনের নামই জঁপছেন সবাই। দেশটির সবচেয়ে আরাধ্য ক্রিকেটার এখন তিনিই।
বিশ্বকাপের মঞ্চে ১৩ বারের চেষ্টায় অবশেষে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ‘আনলাকি থার্টিন’কে নিজেদের জন্য লাকি বানিয়ে নেন বাবররা। তবে ভারতের ভিতটা এদিন নাড়িয়ে দিয়েছিলেন শাহিনই। রোহিত, রাহুল, কোহলি—টপ অর্ডারের তিনজনকেই ফিরিয়ে পাকিস্তান ক্রিকেটের নতুন ‘শাহেন শাহ’ বনে গেছেন শাহিন। অভিষেকের পর থেকেই তিন সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে আছেন এই বাঁহাতি ফাস্ট বোলার।
সব কিছুর জন্য সাবেক পাকিস্তান অধিনায়ক মুশতাক মোহাম্মদ বড়সড় একটা ধন্যবাদ পেতেই পারেন। লান্ডিকোটালে শাহিনকে যে প্রথম দেখেছিলেন তিনিই! শাহিনের সৌজন্যেই পর্বতঘেরা অচেনা ছোট্ট শহরটির নাম এখন সবার মুখে মুখে। এখানেই বলে ইলেকট্রিক টেপ পেঁচিয়ে এবড়োখেবড়ো পাহাড়ি ভূমিতে চষে বেরিয়েছেন শাহিন।
স্থানীয় অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট দেখতে লান্ডিকোটালে হাজির হয়েছিলেন মুশতাক। লম্বা-লিকলিকে ছেলেটাকে দেখে মনে ধরে যায় তাঁর। তবে সেটা শাহিনের দৈহিক গঠনে নয়, বাঁহাতে তার বোলিং দ্যুতি ছড়াতে দেখে। এরপরের গল্পটা আপনি যেমনটা ভাবছেন সেরকমই। মুশতাকই আড়াল থেকে আলোতে নিয়ে আসেন শাহিনকে। তবে বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর বাকি কাজটা শাহিনই করেছেন।
পরশু ভারতের বিপক্ষে ম্যাচের আগে জানিয়েছিলেন, প্রথম তিন ব্যাটারের উইকেট নিতে চান। তার মধ্যে স্বপ্নের উইকেট যে কোহলির, সেটা আর না বললেও চলছে। তবে নিজের সেরা ডেলিভারির কথা বললে নিশ্চিতভাবেই প্রথম দুটির কথাই বলবেন। দুর্দান্ত দুটি ইনসুইং ইয়র্কারে ফেরান রোহিত-রাহুলকে। এই অস্ত্রটা শিখেছেন বেশিদিন হয়নি। তাঁর বোলিং দেখে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেনও অবাক, ‘ওর দুর্দান্ত ডেলিভারি দুটো আমি প্রথম দেখলাম।’
‘ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ’—পাকিস্তান ক্রিকেট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনের প্রায় অমর হয়ে ওঠা একটি উক্তি। শাহিন অবশ্য পাকিস্তানকে এখনো ‘ডাউন’ হতে দেননি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫