Ajker Patrika

সামেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ১২
সামেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কর্মী ছাঁটাইসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মেহেদী হাসান লিখিত বক্তব্যে বলেন, সামেকের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস করোনাকালে ২২ জন সেবাকর্মীর মধ্য বিনা কারণে ৬ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেন। এরপর কলেজের ডা. কামারুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ বোর্ড গঠন করে ১১ জনকে নিয়োগ দেন। এ নিয়োগে বোর্ডের সদস্য ডা. সংকর প্রসাদ বিশ্বাস ও কামারুজ্জামান তাঁদের পছন্দের লোক নিয়োগ দিয়েছেন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মেহেদী আরও বলেন, ‘এরপর চলতি বছরের গত ২৯ জানুয়ারি সামেকের নোটিশ বোর্ডের ডা. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত চূড়ান্ত তালিকার মাধ্যমে আমরা জানতে পারি উক্ত ২২ জন সেবাকর্মী থেকে আমি ও নুরজাহানসহ ৬ জন কর্মীকে বিনা অপরাধে বাদ দেওয়া হয়। যদিও আমাদের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৬ জনের বেতন থেকে ৪ হাজার ১৩০ টাকা করে কেটে নিত ঠিকাদার আব্দুর রশিদ। এই অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’

বর্তমানে আমরা ৬ জন চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তাঁদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসকে ফোন করা হলে তিনি মোবাইল ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত