Ajker Patrika

ভারতের এগিয়ে যাওয়া নাকি পাকিস্তানের ঘুরে দাঁড়ানো

রানা আব্বাস, দুবাই থেকে
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০: ৪৪
ভারতের এগিয়ে যাওয়া নাকি পাকিস্তানের ঘুরে দাঁড়ানো

এক সপ্তাহের মধ্যে আরেকটি ভারত-পাকিস্তান লড়াই। আবার আরেকটি মহারণের আগে পাকিস্তান গতকাল অনুশীলনই বাতিল করেছে। আইসিসি একাডেমি মাঠে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভারত আসবে তাদের ঐচ্ছিক অনুশীলনে।

ভারত সুপার ফোরে উঠেছে অনায়াসে। পাকিস্তানকে এই পর্বে পা রাখতে একটু বেগ পেতে হয়েছে। বাবর আজমের দলকে গ্রুপ পর্বের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে উঠতে। এবার দুই দলের লক্ষ্য ফাইনালের পথটা পরিষ্কার রাখা। দ্বিতীয় পর্বের শুরুতেও সেই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। আফগানিস্তান-শ্রীলঙ্কা দুর্দান্ত কিছু না করে ফেললে টুর্নামেন্টের ফাইনালেও দেখা যেতে পারে আরেকটি ভারত-পাকিস্তান লড়াই।

আগামী রোববারের ফাইনালে কারা খেলবে, সেটি জানতে এক সপ্তাহের অপেক্ষা। তবে আজকের ম্যাচ ভারত-পাকিস্তান খেলতে নামছে দুই ভাবনায়। ভারতীয়রা চাইছে, ছন্দ ধরে রেখে টুর্নামেন্টে পাকিস্তানিদের বিপক্ষে স্কোর ২-০ করে ফেলতে। সেটি করতে তাদের টপ অর্ডার ব্যাটারদের আজকে ভিন্ন কিছু উপহার দিতে হবে। হংকংয়ের বিপক্ষে বিরাট কোহলি ফিফটি পেলেও তাতে অবশ্য তৃপ্ত হওয়ার কথা নয় স্বয়ং ভারতীয় তারকা ব্যাটারেরই। লোকেশ রাহুল, রোহিত শর্মার কাছেও বড় ইনিংস পাওনা হয়ে গেছে।

ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে কিপিং গ্লাভস নিয়েও। পাকিস্তানের বিপক্ষে দিনেশ কার্তিককে খেলালেও হংকং ম্যাচে খেলেছেন ঋষভ পন্ত। আজ কোচ রাহুল দ্রাবিড় কাকে খেলাবেন, সেটাই দেখার। ভারতের ভাবনায় আছে ডেথ ওভারের বোলিংও। জসপ্রিত বুমরার অনুপস্থিতিতে দুবাইয়ে ভারতের পেস বোলিং বিভাগ ভালোই পরীক্ষায় পড়েছে। হংকং পর্যন্ত ভারতের বিপক্ষে শেষ ২৪ বলে তুলেছে ৪৩ রান। এর মধ্যে ভারতীয় দলের দুঃসংবাদ রবীন্দ্র জাদেজার ছিটকে পড়াটা। তাঁর জায়গায় এসেছেন অক্ষর প্যাটেল।

 ভারতের মতো পাকিস্তানের চিন্তা পুরোপুরি এক না হলেও তাদের ভাবনায় থাকছে শুরু থেকেই চালিয়ে খেলা। বিশেষ করে প্রথম ১০ ওভারে রানরেট ভালো রাখা। পরশু শারজায় হংকংয়ের বিপক্ষে পাকিস্তান প্রথম ১০ ওভারে তুলেছে ১ উইকেটে ৬৪ রান, সেখানে শেষ ১০ ওভারে উঠেছে ১২৯। ভারতের বিপক্ষে সেটি ছিল ২ উইকেটে ৬৮। রোহিতদের মতো পাকিস্তানের বাবর আজমেরও তাড়া আছে রানে ফেরার।

দুই দলই যেহেতু শুরু থেকে দ্রুতগতিতে রান তুলতে চাইছে, সেটি হলে দুবাইয়ে আজকের ম্যাচও জমজমাট না হয়ে পারেই না। তবে রোমাঞ্চকর লড়াইয়ের আগে অনেকে ভারতকে এগিয়ে রাখবেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১০ টি-টোয়েন্টির ৭টিই রোহিতরা জিতেছেন বলেই নয়, নানা কারণে আমিরাত এখন ভারতেরও উঠোন হয়ে গেছে। অবশ্য খেলা যখন দুবাইয়ে, পাকিস্তানকেও খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। যেখানেই খেলা হোক, যে সিরিজ-টুর্নামেন্টই হোক, ভারত-পাকিস্তান মানেই তো বারুদে ঠাসা ম্যাচের পূর্ণ প্যাকেজ।

গতকাল সংবাদ সম্মেলনে এসে চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথের ঝাঁজ নতুন করে মনে করিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতের কোচ বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ইতিহাস অনেক বিশাল। যদিও বড় টুর্নামেন্ট ছাড়া আমাদের খেলার সুযোগ হয় না। বিশ্বকাপে ওদের কাছে হেরে যাওয়া কিছুটা তো কষ্ট দিয়েছেই। এরপর আমরা আবার শূন্য থেকে শুরুর সুযোগ পেয়েছি।’

সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসা পেসার হারিস রউফ বলেছেন, ‘মনে হয় না ভারতীয় দলে বড় পরিবর্তন এসেছে। (আগের দেখায়) আমরা কম রান করেও ওদের প্রায় আটকে ফেলেছিলাম। আমরা সেরা অবস্থানেই আছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত