Ajker Patrika

লক্ষাধিক মানুষ পানিবন্দী ১৪১ স্কুলে পাঠদান বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ১৬
লক্ষাধিক মানুষ পানিবন্দী  ১৪১ স্কুলে পাঠদান বন্ধ

ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৯ উপজেলার ৪৯ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। নদনদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো খবর:

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেড়েছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদ-নদীর পানি বেড়ে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে পাউবো। তবে তিস্তার পানি কমে এর অববাহিকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

কুড়িগ্রাম: বন্যায় জেলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন। এ ইউনিয়নের আইড়মারির চরের বাসিন্দা দিনমজুর আশরাফুল জানান, ঘরে পানি ওঠায় তিনি পাঁচ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নিজের নৌকা না থাকায় অন্যত্র আশ্রয় নিতে পারছেন না। বাধ্য হয়ে ঘরের ভেতর বাঁশ দিয়ে মাচান করে সন্তানদের নিয়ে বসবাস করছেন। টিউবওয়েল আর শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় বিড়ম্বনা আরও বেড়েছে পরিবারে।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, বিদ্যালয়-সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় জেলার সাত উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে। এ ছাড়া ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ১টি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

উলিপুর: পৌর শহরে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় এসব পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

নাগেশ্বরী: উপজেলায় বন্যায় বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। বানভাসিদের আশ্রয় দিতে ৬৯টি বিদ্যালয়ে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। প্লাবিত এলাকার অনেকেই এতে গরু-ছাগলসহ সেখানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

চিলমারী: ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২ হাজার ৬০০ হেক্টর জমি তলিয়ে গেছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে ৬টি ইউনিয়নে ৫৪ হাজার ৪০ জন মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা পরিস্থিতিতে চিলমারী স্বাস্থ্য বিভাগ থেকে সাতটি মেডিকেল দল গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত