Ajker Patrika

‘শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা জনসংহতি সমিতি’

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
‘শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা জনসংহতি সমিতি’

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) অসহযোগিতার কারণে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে দেরি হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ যুগ পূর্তিতে গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাঙামাটি সম্মিলিত পেশাজীবী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ ভূইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যসচিব জাহাঙ্গীর আলম মুন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, জনসংহতি সমিতির নেতারা সাধারণ জনগণের পক্ষে সরকারের সঙ্গে শান্তি চুক্তি করেছেন। কোনো নির্দিষ্ট জাতি-গোষ্ঠীর পক্ষে চুক্তি করেননি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের সাম্প্রদায়িক মনোভাব পরিহারের আহ্বানও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত