Ajker Patrika

গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২১
গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

চলতি বছর ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময় ধরে বগুড়া শাজাহানপুরে গণসংযোগে নেমেছেন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা। বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় দোয়া চাওয়া, আপ্যায়ন ছাড়াও এলাকায় পোস্টার-ব্যানার সাঁটিয়েছেন তাঁরা। পুরোনোর পাশাপাশি নবীন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরাও মাঠে নেমে পড়েছেন।

ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করেছেন উপজেলা আওয়ামী লীগ। প্রত্যেক ইউনিয়নে গড়ে পাঁচজন করে দলীয় মনোনয়নের তালিকায় আছেন। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি।

উপজেলার সদর ইউনিয়ন মাঝিড়া। এই ইউনিয়নে পরপর চারবার নির্বাচিত হয়ে আসছেন জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম। এবারও তিনি নির্বাচন করবেন। মাঝিড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন নাসির উদ্দিন বাবলু। নতুন মুখের মধ্যে আছেন বাদশা আলমগীর ও নুরুজ্জামান।

উপজেলার গোহাইল ইউপির চেয়ারম্যান আছেন নৌকা প্রতীকের আলী আতোয়ার তালুকদার ফজু। দলীয় প্রতীকে আবারও তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। একই দল থেকে মনোনয়নপ্রত্যাশী আলী ইমাম ইনোকী। সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণসংযোগ করছেন। এই ইউনিয়নে ধানের শীষ প্রতীকে গতবার নির্বাচন করেন মিজানুর রহমান মতিন কাজি। দল থেকে এবারও তিনি মনোনয়ন পাবেন বলে আশা করেছেন।

আড়িয়া ইউনিয়নে বিএনপি থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান। দলীয় সিদ্ধান্ত পেলে তিনি এবারও নির্বাচন করবেন বলে জানিয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ থেকে এই ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী খোরশেদ আলম, জাহিদুল হক আরজু ও মামুনুর রশিদ।

আমরুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত আসাদুজ্জামান অটল। দলটি থেকে এই ইউনিয়নে নতুন মুখ ছাত্রদল নেতা মেহেরুল আলম মিশু। আওয়ামী লীগ থেকে সাইফুল ইসলাম বিমান, ফরিদুল ইসলাম মুক্তা, রাকিবুল ইসলাম রঞ্জুসহ পাঁচজনের নাম তালিকায় আছে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিতে মাঠে আছেন।

চোপিনগর ইউনিয়নে বিএনপি থেকে কয়েকবার নির্বাচিত হয়ে আসছেন মোজাফ্ফর রহমান। তিনি এবারও নির্বাচন করবেন বলে গণসংযোগ করছেন। দলটি থেকে এই ইউনিয়নে বিএনপি নেতা এমরান হোসেনও গণসংযোগ করছেন। আওয়ামী লীগ থেকে মাহফুজার রহমান বাবলুর নাম তালিকায় না থাকলেও নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া কয়েকজনের নামের তালিকায় আছেন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ফজলুল হকসহ কয়েকজন।

খোট্রাপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আছেন নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুখ। তিনিও গণসংযোগে নেমেছেন। এ ছাড়াও দলটি থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী আছেন আবু সুফিয়ান সুমন, মহিদুল ইসলামসহ পাঁচজন। এই ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন শফিকুল ইসলাম শফিক। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী খন্দকারের ছেলে মেহেদী মাহমুদ লিমন দলীয়ভাবে না পেলে স্বতন্ত্র থেকে হলেও তিনি নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।

মাদলা ইউনিয়নে বিএনপি থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান। তিনি এবারও নির্বাচন করবেন। বিএনপি থেকে আর কোনো প্রার্থীর নাম শোনা যায়নি। আওয়ামী লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাড়ি মণ্ডল মনোনয়ন চেয়ে গণসংযোগ করছেন। দলটি থেকে আমিনুল ইসলাম সোহাগসহ পাঁচজন মনোনয়ন চাওয়ার তালিকায় রয়েছেন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে গণসংযোগ করছেন।

আশেকপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফিরোজ আলম। তিনিও গণসংযোগ করছেন। এই দলে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা হলেন নজরুল ইসলাম, মোত্তালিব হোসেন, হযরত আলী। এই ইউনিয়নে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী সাকিদারের নাম শোনা যাচ্ছে।

খড়না ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন। দলীয় মনোনয়ন নিয়ে এবারও তিনি নির্বাচন করবেন বলে গণসংযোগ করছেন। দলটি থেকে ওই ইউনিয়নে মোট তিনজন মনোনয়ন চাইছেন। বিএনপি থেকে এই ইউনিয়নে গণসংযোগ করছেন সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা। নতুন মুখ আব্দুল হাই সিদ্দিক রনি।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব জানান, প্রায় প্রত্যেক ইউনিয়ন থেকে গড়ে পাঁচজনের মতো সম্ভাব্য প্রার্থী আছে। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে প্রত্যেক ইউনিয়ন থেকে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত হবে।

শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম জানান, ইউনিয়ন পরিষদ নিয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত আসলে সেই অনুসারে কাজ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা হওয়ার কথা। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হতে পারে। নির্বাচন-সংক্রান্ত কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত