Ajker Patrika

মিঠাপুকুরে টিকা নিয়েছে ১০ কলেজের পরীক্ষার্থী

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ২৮
মিঠাপুকুরে টিকা নিয়েছে   ১০ কলেজের পরীক্ষার্থী

মিঠাপুকুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ১০টি কলেজের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় ও জেলা পরিষদের ডাক বাংলোয় ক্যাম্প করে এই টিকা দেওয়া হয়। আজ মঙ্গলবার আরও আটটি কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

গতকাল ডাকবাংলোর ক্যাম্পে শুকুরের হাট, বালারহাট মহাবিদ্যালয়, আখিরাহাট কলেজ, বালারহাট আদর্শ কলেজ, রানিপুকুর স্কুল ও কলেজ, জায়গীর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।

এদিকে, শঠিবাড়ি কলেজ ক্যাম্পে বৈরাতী কলেজ, মির্জাপুর বছির উদ্দীন কলেজ, মির্জাপুর আদর্শ স্কুল ও কলেজ এবং সেরুডাঙ্গা স্কুল ও কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

সোমবার টিকাদান কার্যক্রম পরিদর্শন করে পরীক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোর টিকা ক্যাম্প পরিদর্শনকালে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফাইজার টিকা সংগ্রহ করা হয়েছে।’

আওয়ামী লীগ নেতা রাশেক রহমান বলেন, এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে, করোনায় আক্রান্ত না হয় এ জন্য উন্নতমানের টিকা এনে পরীক্ষার্থীদের দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত