Ajker Patrika

ঝিকরগাছায় ঝুঁকিপূর্ণ ৫০ ভোটকেন্দ্র

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ২১
ঝিকরগাছায় ঝুঁকিপূর্ণ ৫০ ভোটকেন্দ্র

যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২৩ কেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগে প্রশাসন এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

এ দিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরঞ্জাম ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছানোর আবেদন করেছেন একাধিক প্রার্থী। তবে এ আবেদন নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন কার্যালয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলা ১১টি ইউনিয়নে ১২৩ কেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতকরা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।’

উপজেলা গঙ্গানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বদরুদ্দীন বিল্টু (চশমা) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষের দাবিতে ভোটগ্রহণের দিন সকালে সরঞ্জাম স্ব–স্ব কেন্দ্রের পৌঁছানোর আবেদন করেছেন। উপজেলা মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান (মোটরসাইকেল) ও গদখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলীও একই আবেদন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত