এ বছরের শেষদিকে কাতারে হতে যাচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। নভেম্বর-ডিসেম্বরের সূচিই বলে দিচ্ছে, একটু অস্বাভাবিক সময়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। নতুন এক বাস্তবতায় হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। একদিকে মহামারির থাবা, অন্যদিকে কাতারের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। সঙ্গে যুক্ত হয়েছে টিকিট ও হোটেল পাওয়া নিয়ে সংকট। সব মিলিয়ে বিশ্বকাপ আয়োজনে কঠিন এক পথ পাড়ি দিতে হবে কাতারকে। মধ্যপ্রাচ্যের ধনী দেশটির সামনে অপেক্ষা করছে অনেক চ্যালেঞ্জ।
টিকিট নিয়ে সমস্যা
এখনো চূড়ান্ত হয়নি বিশ্বকাপ খেলতে যাওয়া ৩২ দলের নাম। তার আগেই বাজারে ছাড়া হয়েছে বিশ্বকাপের টিকিট। তবে কোন দলের খেলা দেখার জন্য টিকিট কিনবেন—সেটি ঠিক করতেই হিমশিম খাচ্ছেন দর্শকেরা। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা বড় ম্যাচগুলোর টিকিটের জন্য আবার তুমুল প্রতিযোগিতা। টিকিট নিয়ে এমন অব্যবস্থাপনায় হতাশ ও বিভ্রান্ত অনেক দর্শক।
হোটেল স্বল্পতা
হয়তো ভাগ্যগুণে টিকিট পেয়ে যেতে পারেন; কিন্তু হোটেলে রুম পাওয়া হয়ে উঠতে পারে সোনার হরিণ। এই মুহূর্তে কাতারে বরাদ্দ দেওয়ার মতো কোনো হোটেল খালি নেই। সব হোটেল আগে থেকেই বরাদ্দ দেওয়া হয়ে গেছে। হোটেলগুলো বরাদ্দ দিয়েছে মূলত বিশ্বকাপের আয়োজক কমিটিই। বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলো, পৃষ্ঠপোষক এবং সংবাদমাধ্যমগুলোর যেন হোটেল পেতে সমস্যা না হয় এবং বেশি দামে ঘর ভাড়া করতে না হয়, সে জন্য এ কাজটি করেছে তারা। কিন্তু বড় সমস্যা হতে পারে দর্শক-সমর্থকদের জন্য। জানা গেছে, ওয়েবসাইটের মধ্য দিয়ে ৯০ হাজার রুম ভাড়া পেতে পারেন সাধারণ দর্শকেরা। যেটা কিছুতেই পর্যাপ্ত নয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১২ লাখ দর্শক কাতার আসতে পারেন।
করোনা আতঙ্ক
বিশ্বকাপ আয়োজনে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসটি প্রতিনিয়ত তার রূপ বা ধরন বদলাচ্ছে। বিশ্বকাপ আয়োজনের সময় পরিস্থিতি কেমন হতে পারে, সেটা আগে থেকে অনুমান করা কঠিন। তবে এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে ২০২১ সালের ইউরো ও কোপা আমেরিকা। করোনাভীতি জয় করে এই দুটি মহাদেশীয় ফুটবলযজ্ঞ বেশ ভালোভাবেই হয়েছে।
সংগঠনগুলোর প্রতিবাদ
বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকেই সমালোচনার কেন্দ্রে কাতার বিশ্বকাপের আয়োজকেরা। বিশেষ করে স্টেডিয়ামের অবকাঠামোর কাজে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর শ্রমিকদের যেভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে শ্রমিক সংগঠনগুলো। এমনকি কাতারের মানবাধিকারবিরোধী কাজের জন্য নরওয়ে ফুটবল দলকে প্রকাশ্যে প্রতিবাদ করতে দেখা গেছে। গত বছরের ফেব্রুয়ারিতে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর থেকে ৬ হাজার ৫০০ অভিবাসী শ্রমিক মারা গেছেন। এঁদের ৩৭ জন সরাসরি স্টেডিয়াম তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
তারকাদের বিশ্বকাপ বর্জন
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার এরিক ক্যান্টোনা কাতার বিশ্বকাপের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘এই ফুটবল বিশ্বকাপ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার কাছে আসল বিশ্বকাপ নয়। কাতার ফুটবলের দেশ নয়। দক্ষিণ আফ্রিকা বা যুক্তরাষ্ট্র—যেখানে ফুটবলের বিশ্বকাপ ও উন্নতি সাধন সম্ভব, সেখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু কাতারে তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে টাকাটাই সবকিছু।’ ক্যান্টোনা একাই নন, সামনের দিনগুলো এই বর্জনের তালিকায় আরও অনেক তারকার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে জশুয়া কিমিখ, থিয়েরি অঁরিদের মতো তারকারা আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বছরের শেষদিকে কাতারে হতে যাচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। নভেম্বর-ডিসেম্বরের সূচিই বলে দিচ্ছে, একটু অস্বাভাবিক সময়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। নতুন এক বাস্তবতায় হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। একদিকে মহামারির থাবা, অন্যদিকে কাতারের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। সঙ্গে যুক্ত হয়েছে টিকিট ও হোটেল পাওয়া নিয়ে সংকট। সব মিলিয়ে বিশ্বকাপ আয়োজনে কঠিন এক পথ পাড়ি দিতে হবে কাতারকে। মধ্যপ্রাচ্যের ধনী দেশটির সামনে অপেক্ষা করছে অনেক চ্যালেঞ্জ।
টিকিট নিয়ে সমস্যা
এখনো চূড়ান্ত হয়নি বিশ্বকাপ খেলতে যাওয়া ৩২ দলের নাম। তার আগেই বাজারে ছাড়া হয়েছে বিশ্বকাপের টিকিট। তবে কোন দলের খেলা দেখার জন্য টিকিট কিনবেন—সেটি ঠিক করতেই হিমশিম খাচ্ছেন দর্শকেরা। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা বড় ম্যাচগুলোর টিকিটের জন্য আবার তুমুল প্রতিযোগিতা। টিকিট নিয়ে এমন অব্যবস্থাপনায় হতাশ ও বিভ্রান্ত অনেক দর্শক।
হোটেল স্বল্পতা
হয়তো ভাগ্যগুণে টিকিট পেয়ে যেতে পারেন; কিন্তু হোটেলে রুম পাওয়া হয়ে উঠতে পারে সোনার হরিণ। এই মুহূর্তে কাতারে বরাদ্দ দেওয়ার মতো কোনো হোটেল খালি নেই। সব হোটেল আগে থেকেই বরাদ্দ দেওয়া হয়ে গেছে। হোটেলগুলো বরাদ্দ দিয়েছে মূলত বিশ্বকাপের আয়োজক কমিটিই। বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলো, পৃষ্ঠপোষক এবং সংবাদমাধ্যমগুলোর যেন হোটেল পেতে সমস্যা না হয় এবং বেশি দামে ঘর ভাড়া করতে না হয়, সে জন্য এ কাজটি করেছে তারা। কিন্তু বড় সমস্যা হতে পারে দর্শক-সমর্থকদের জন্য। জানা গেছে, ওয়েবসাইটের মধ্য দিয়ে ৯০ হাজার রুম ভাড়া পেতে পারেন সাধারণ দর্শকেরা। যেটা কিছুতেই পর্যাপ্ত নয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১২ লাখ দর্শক কাতার আসতে পারেন।
করোনা আতঙ্ক
বিশ্বকাপ আয়োজনে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসটি প্রতিনিয়ত তার রূপ বা ধরন বদলাচ্ছে। বিশ্বকাপ আয়োজনের সময় পরিস্থিতি কেমন হতে পারে, সেটা আগে থেকে অনুমান করা কঠিন। তবে এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে ২০২১ সালের ইউরো ও কোপা আমেরিকা। করোনাভীতি জয় করে এই দুটি মহাদেশীয় ফুটবলযজ্ঞ বেশ ভালোভাবেই হয়েছে।
সংগঠনগুলোর প্রতিবাদ
বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকেই সমালোচনার কেন্দ্রে কাতার বিশ্বকাপের আয়োজকেরা। বিশেষ করে স্টেডিয়ামের অবকাঠামোর কাজে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর শ্রমিকদের যেভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে শ্রমিক সংগঠনগুলো। এমনকি কাতারের মানবাধিকারবিরোধী কাজের জন্য নরওয়ে ফুটবল দলকে প্রকাশ্যে প্রতিবাদ করতে দেখা গেছে। গত বছরের ফেব্রুয়ারিতে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর থেকে ৬ হাজার ৫০০ অভিবাসী শ্রমিক মারা গেছেন। এঁদের ৩৭ জন সরাসরি স্টেডিয়াম তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
তারকাদের বিশ্বকাপ বর্জন
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার এরিক ক্যান্টোনা কাতার বিশ্বকাপের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘এই ফুটবল বিশ্বকাপ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার কাছে আসল বিশ্বকাপ নয়। কাতার ফুটবলের দেশ নয়। দক্ষিণ আফ্রিকা বা যুক্তরাষ্ট্র—যেখানে ফুটবলের বিশ্বকাপ ও উন্নতি সাধন সম্ভব, সেখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু কাতারে তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে টাকাটাই সবকিছু।’ ক্যান্টোনা একাই নন, সামনের দিনগুলো এই বর্জনের তালিকায় আরও অনেক তারকার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে জশুয়া কিমিখ, থিয়েরি অঁরিদের মতো তারকারা আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫