Ajker Patrika

তিস্তার রুপালি ইলিশে জেলেদের মুখে হাসি

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ০৯: ৪৭
তিস্তার রুপালি ইলিশে জেলেদের মুখে হাসি

গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমেও রেকর্ড পরিমাণ পানি ছিল তিস্তায়। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় পাঁচ বছর পর আবারও তিস্তা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এতে হাসি ফুটেছে স্থানীয় জেলেদের মুখে। আর এই তাজা ইলিশ কিনতে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন।

গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে দেখা যায়, ভাটিতে জেলেদের জালে উঠেছে ইলিশ। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারের শত শত মানুষ। এর আগে ২০১৭ সালে সবশেষ তিস্তায় ধরা পড়ে ইলিশ।

স্থানীয় জেলে রহমত আলী বলেন, ‘তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। এটা আমাদের ভাগ্যের বিষয়। প্রতিবছর যেন এভাবে ইলিশ পাওয়া যায় আশা করি।’

ঠিক পাঁচ বছর পর এক মাস ধরে আবারও এই নদীতে প্রতিদিন জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ মাছ, যার আকার ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। এদিকে মাছ ধরার পরপরই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই।

সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, ‘আমার ঠেলাজালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য।’

তিস্তায় বর্তমানে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল, গুলশা, ট্যাংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। নদীর পাড়ে থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এসব মাছ।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ‘১৯৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। তার পর থেকে এবারের মতো এত ইলিশ ধরা পড়তে দেখিনি। এতে তিস্তাপারের বাসিন্দারাও খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত