Ajker Patrika

তালায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
তালায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত ছন্দা সরকার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামের পলাশ মণ্ডলের স্ত্রী।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম লিয়াকত হোসেন জানান, গত ৪ ডিসেম্বর (শনিবার) সকালে খুলনা ডুমুরিয়া এলাকায় মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে তিন চাকার মাহেন্দ্রের সংঘর্ষে দুর্ঘটনায় তিনি আহত হয়। তবে তার স্বামী এবং বাচ্চাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর পলাশের স্ত্রী ছন্দাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কর্মজীবনে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের গোপালগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। দুই বছর বয়সের একটি শিশু কন্যা রেখেই তিনি গতকাল রাতে পরলোকগমন করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত