Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প পোড়ানোর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ১১
স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প পোড়ানোর অভিযোগ

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলাসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে গত বুধবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দিলারপুর নতুন বাজারে প্রচারণায় গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর নির্বাচনী ক্যাম্পের পোস্টার ও কাপড় পুড়িয়ে দেয়। ওই এলাকায় থাকা জালাল উদ্দিনের সমর্থকদের ভয়ভীতি দেখানোসহ হয়রানি করা হচ্ছে। প্রতিদিন লগি বৈঠার নামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে।

এ ছাড়া গত ১৪ নভেম্বর শনিবার নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল হক স্বপনের মিছিলের সময় রাস্তায় টানানো স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জালাল উদ্দিন সরকার বলেন, ‘নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলাসহ ভয়ভীতি দেখানোর কারণে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ. কে. এম মুনিম আহাম্মেদ সজিব বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ছাড়া নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত