Ajker Patrika

পাড়ায় আতঙ্ক, নিরাপত্তা জোরদার

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ১১
পাড়ায় আতঙ্ক, নিরাপত্তা জোরদার

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা উথোয়াইনু মারমা নিহতের পর তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় এ খবর লেখা পর্যন্ত এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার সাংবাদিকদের হতাহতের ঘটনা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছেন। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিহত উথোয়াইনু মারমার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার নজিরা মারমার ছেলে। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে দল। নিহত উথোয়াইনুর মরদেহ গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে—জানিয়েছে বান্দরবান সদর হাসপাতাল সূত্র। গতকাল সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ধর্মানুসারে সৎকারের প্রস্তুতি চলছিল।

দুর্বৃত্তের গুলিতে নিহত উথোয়াইনু মারমাকে আওয়ামী লীগ নেতা দাবি করেছে জেলা ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের জেলা প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী জানিয়েছেন, নিহত উথোয়াইনু মারমা রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

এদিকে উথোয়াইনু মারমার মৃত্যুর ঘটনার নিন্দা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই মারমা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় ছোট ভাইয়ের ঘরে উথোয়াইনু মারমাসহ পরিবারের কয়েকজন বসে খাবার খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ওই ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই উথোয়াইনু মারমা মারা যায়। পাশে থাকা প্রতিবেশী ক্রাইতুইচিং (৩৫) নামের এ নারীর ঊরুতে গুলি লাগে। মঙ্গলবার রাতেই আহত ক্রাইতুইচিং মারমাকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

এদিকে তারাছা মৌজাপ্রধান (হেডম্যান) উনিহ্লা আজকের পত্রিকাকে বলেন, তালুকদারপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। তিনি মঙ্গলবার রাতে বান্দরবান সদর হাসপাতালে আহত নারীকে দেখতে গিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের পর ওই পাড়ার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি চহাই মং মারমা জানিয়েছেন, গত মে মাসের দিকে আগুনে তালুকদারপাড়ার দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার পর পাড়ার লোকজন বিচ্ছিন্নভাবে এলাকায় বসবাস করছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে হতাহতের ঘটনায় পাড়ার লোকজন আতঙ্কে রয়েছেন।

রোয়াংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রোয়াংছড়ি থানায় মামলা করবেন বলে তিনি জেনেছেন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওসি জানান।

পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় যে বা যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এতে পার্বত্য মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে বান্দরবানে। বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশে এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয়। এ সময় নিহতের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পার্বত্যমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত