Ajker Patrika

এইচএসসি ও সমমান পরীক্ষা

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ০০
এইচএসসি ও সমমান পরীক্ষা

নীলফামারীর সৈয়দপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর এক হাজার ১১ জন করোনার টিকা গ্রহণ করেনি। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে গত বুধ ও মঙ্গলবার চলতি বছরের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪টি কলেজ, দুটি কারিগরি কলেজ (বিএম) ও ছয়টি আলিম মাদ্রাসার সর্বমোট চার হাজার ৯৩ জন পরীক্ষার্থী। ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর আগেই এসব পরীক্ষার্থীর টিকার উদ্যোগ নেয় সরকার।

শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে প্রথম দিন ২৩ নভেম্বর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমান পরীক্ষার এক হাজার ৪৫৮ পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। আর দ্বিতীয় দিনে বুধবার এক হাজার ৬২৪ জনকে টিকা দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৮২ পরীক্ষার্থী টিকা নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত