Ajker Patrika

বেরোবিতে ভর্তি প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
বেরোবিতে ভর্তি প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্থের বিনিময়ে ভর্তির প্রলোভন দেখানো চক্রের মূল হোতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুহাম্মদ রেজাউল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রেজাউল মাসুদ বলেন, গত সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, বেরোবিতে ভর্তির বিষয়ে প্রতারণার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ১ জানুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সিআইডির সাইবার টিম তৎপর হয়। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধান চালিয়ে প্রতারক চক্রকে শনাক্ত করে।

অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সঙ্গে যুক্ত। চক্রটি বিভিন্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

গ্রেপ্তার মেহেদী জিজ্ঞাসাবাদে জানান, তিনি ২০১৭ সাল থেকে এভাবে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। প্রতারক চক্র মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে যোগাযোগ করত। তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইয়ে দেওয়ার জন্য আশ্বস্ত এবং টাকা দেওয়ার জন্য বাধ্য করা হতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে দেওয়া হতো। সঙ্গে অ্যাডমিন নম্বর ও বিকাশ নম্বরও বন্ধ করে দিত।

গ্রেপ্তারের সময় মেহেদীর কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টসহ মোট ১০টি সিম, তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয় বলে সিআইডি জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত