Ajker Patrika

জিডিপি প্রবৃদ্ধি ৭.২ শতাংশ অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯: ০৪
জিডিপি প্রবৃদ্ধি ৭.২ শতাংশ অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন-জিডিপির প্রবৃদ্ধি ৭.২ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সোমবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত রোববার আইএমএফের পূর্বাভাসে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের অনুমান করা হয়।

অর্থমন্ত্রী জানান, ‘সব খাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। অর্থনীতি গতিশীল হচ্ছে। কাজেই যেভাবে অর্থনীতি এগোচ্ছে, তাতে আশা করা যাচ্ছে অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭.২ শতাংশ হবে।

রেমিট্যান্স কিছুটা কম হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। সামনে দুইটি ঈদ আছে। তখন আরও বেশি রেমিট্যান্স আসবে। রেমিট্যান্স আসার যে প্রবণতা দেখা যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাব।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘৫০ বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। ১০০ বিলিয়ন ডলার জিডিপি অর্জন করতে ৩৮ বছর লেগেছে। বাকি ১২ বছরে ৪১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি এগিয়েছে দেশ।’

১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন: গতকাল সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৬২০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ১০৭ কোটি টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি, আইটিএফসি এবং জাইকা থেকে ৮ হাজার ৫১৩ কোটি টাকা পাওয়া যাবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন যৌথভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আজকের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ট্যাব কেনার প্রস্তাবটি বাতিল করা হয়েছে। আমরা তাদের কাছে আরও কিছু তথ্য জানতে চেয়ে প্রস্তাবটি ফেরত দিয়েছি।’

উত্থাপন করা প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, স্থানীয় সরকার বিভাগের ১টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত