নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বসে ভ্রাম্যমাণ বাজার। অস্থায়ী এসব বাজারে ক্রেতারও কমতি নেই। চাহিদার কথা মাথায় রেখে ভ্যানগাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে ক্রেতাদের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছেন বিক্রেতারা। শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কের পাশে বসা বিভিন্ন ভ্রাম্যমাণ বাজার এরই মধ্যে জনপ্রিয়ও হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের মুসল্লিদের টার্গেট করে রাজধানীর বিভিন্ন মসজিদের আশপাশে বসে এসব বাজার।
গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধান মিলল জমজমাট এক ভ্রাম্যমাণ বাজারের। স্থানীয়রা জানালেন, ছুটির দিনে বিএনপি কার্যালয়ের সামনে তেমন কোনো ব্যস্ততা না থাকায় গত কয়েক মাস ধরেই জুমার নামাজের পর এখানে বাজার জমে উঠছে। এখানে পাওয়া যায় মাছ-সবজি, মৌসুমি ফলসহ নানা কিছু।
গতকাল দুপুরে ওই বাজারে পণ্য নিয়ে আসা বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা হয়। আকবর আলী নামে এক ফলবিক্রেতা জানান, তিনি রাজধানীর বিভিন্ন স্থানে ভ্যানগাড়িতে করে আপেল, কমলা, আঙুরসহ নানান ফল বিক্রি করেন। শুক্রবার বিএনপি অফিসের সামনে এসে জায়গা নিয়ে বসেন। এখানে বেচাকেনা ভালো। অন্যদিন শহরের নানাপ্রান্তে ঘুরে যা বিক্রি হয়, বিএনপি অফিসের সামনে এক ঘণ্টা বসলে নাকি তার চেয়েও বেশি বিক্রি করতে পারেন। অল্প সময়ে বেশি বিক্রি করে ছুটির দিনে একটু অবসর সময়ও কাটানো যায় বলে জানালেন আকবর।
সবজিবিক্রেতা সোবহান জানালেন, বিএনপি অফিসের সামনে তেমন ব্যস্ততা না থাকায় বাজার নিয়ে বসতে সমস্যা হয় না। তবে কোনো শুক্রবারে যদি অফিসের সামনে বিএনপির কর্মসূচি থাকে তাহলে এখানে বাজার বসানো যায় না। সেদিন আশপাশের রাস্তায় কিংবা মসজিদ গলিতে বাজার বসে।
পল্টনের স্থানীয় বাসিন্দা সোলাইমান হোসেন জানালেন, গত ছয় মাস ধরে প্রতি শুক্রবার এই বাজার বসছে। তুলনামূলক কম দামে ভালো এবং টাটকা পণ্য পাওয়া যায়। তাই স্থানীয়দের সুবিধা হচ্ছে।
শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বসে ভ্রাম্যমাণ বাজার। অস্থায়ী এসব বাজারে ক্রেতারও কমতি নেই। চাহিদার কথা মাথায় রেখে ভ্যানগাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে ক্রেতাদের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছেন বিক্রেতারা। শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কের পাশে বসা বিভিন্ন ভ্রাম্যমাণ বাজার এরই মধ্যে জনপ্রিয়ও হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের মুসল্লিদের টার্গেট করে রাজধানীর বিভিন্ন মসজিদের আশপাশে বসে এসব বাজার।
গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধান মিলল জমজমাট এক ভ্রাম্যমাণ বাজারের। স্থানীয়রা জানালেন, ছুটির দিনে বিএনপি কার্যালয়ের সামনে তেমন কোনো ব্যস্ততা না থাকায় গত কয়েক মাস ধরেই জুমার নামাজের পর এখানে বাজার জমে উঠছে। এখানে পাওয়া যায় মাছ-সবজি, মৌসুমি ফলসহ নানা কিছু।
গতকাল দুপুরে ওই বাজারে পণ্য নিয়ে আসা বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা হয়। আকবর আলী নামে এক ফলবিক্রেতা জানান, তিনি রাজধানীর বিভিন্ন স্থানে ভ্যানগাড়িতে করে আপেল, কমলা, আঙুরসহ নানান ফল বিক্রি করেন। শুক্রবার বিএনপি অফিসের সামনে এসে জায়গা নিয়ে বসেন। এখানে বেচাকেনা ভালো। অন্যদিন শহরের নানাপ্রান্তে ঘুরে যা বিক্রি হয়, বিএনপি অফিসের সামনে এক ঘণ্টা বসলে নাকি তার চেয়েও বেশি বিক্রি করতে পারেন। অল্প সময়ে বেশি বিক্রি করে ছুটির দিনে একটু অবসর সময়ও কাটানো যায় বলে জানালেন আকবর।
সবজিবিক্রেতা সোবহান জানালেন, বিএনপি অফিসের সামনে তেমন ব্যস্ততা না থাকায় বাজার নিয়ে বসতে সমস্যা হয় না। তবে কোনো শুক্রবারে যদি অফিসের সামনে বিএনপির কর্মসূচি থাকে তাহলে এখানে বাজার বসানো যায় না। সেদিন আশপাশের রাস্তায় কিংবা মসজিদ গলিতে বাজার বসে।
পল্টনের স্থানীয় বাসিন্দা সোলাইমান হোসেন জানালেন, গত ছয় মাস ধরে প্রতি শুক্রবার এই বাজার বসছে। তুলনামূলক কম দামে ভালো এবং টাটকা পণ্য পাওয়া যায়। তাই স্থানীয়দের সুবিধা হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫