Ajker Patrika

যে মেলায় শুধু নারীরাই ক্রেতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
যে মেলায় শুধু নারীরাই ক্রেতা

দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর গ্রামে শুরু হয়েছে বউমেলা। গতকাল সোমবার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার শুরু হয়েছে। প্রতি বছর লক্ষ্মীপূজা পরের দিন আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার। মেলায় শুধু নারীরাই কেনা কাটা করতে পারেন। পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মেলায় পুরুষ বিক্রেতা থাকেন। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। সাধারণত মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।

মেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। এ যেন অন্যরকম আনন্দ।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে ৬৩ বছর ধরে এই বউমেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন করেন। এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করল বিটকয়েন

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, দায়ীদের শনাক্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাসের ছেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত