Ajker Patrika

টিসিবি কার্ডে ভোটের হিসাব

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫: ৩২
টিসিবি কার্ডে ভোটের হিসাব

ময়মনসিংহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক জায়গায় ভোটের হিসাব কষে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনেকে একাধিক কার্ড পেলেও বঞ্চিত হয়েছেন নিম্ন আয়ের ভাড়াটিয়ারা। এ অভিযোগ স্বীকার করে সংশোধনের কথা বলছেন সংশ্লিষ্টরা।

গতকাল রোববার থেকে ময়মনসিংহে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম। প্রথম দিনে সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডসহ জেলার ১৮টি স্থানে পণ্য বিক্রি করা হয়। প্রথম পর্যায়ে দুই কেজি চিনি ও দুই কেজি ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন তেল দুই কেজি ১১০ টাকা করে ২২০ টাকায় দেওয়া হচ্ছে। আগামী ২৭ মার্চের মধ্যে পণ্য বিক্রি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ফ্যামিলি কার্ড নিয়ে আসবে না, তাঁদের পরিবর্তে অন্যদের পণ্য দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় ১৫৩ জন ডিলারের মাধ্যমে ৫৬৬টি স্থানে তিন লাখ দুই হাজার ৯৭১ জন পাবে টিসিবির পণ্য। এর মধ্যে সিটি করপোরেশনে ৭০ হাজার ৪০৯ জনকে পণ্য দেওয়া হবে।

গতকাল সকাল থেকে সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে পণ্য কিনতে মানুষের আগ্রহ দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তিন নম্বর ওয়ার্ডের কাঁচিঝুলি পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে নারী-পুরুষের লম্বা লাইন দেখা যায়। অনেককে একাধিক কার্ড নিয়ে পণ্য কিনতে দেখা গেছে। অনেকে কার্ড না পেয়ে ফিরে গেছেন।

হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আব্দুল জলিল সরকারি চাকরিজীবী। টিসিবির কার্ড পেয়েছেন স্ত্রীসহ নিজেও। সকালে পণ্য কিনতে আসেন তাঁদের ছেলে। তিনি বলেন, ‘আমরা কাউন্সিলরের আত্মীয়। তাই দুটি কার্ড পেয়েছি। সব সময় তাঁকেই আমরা ভোট দিই।’

একই এলাকার আব্দুর রহমান পরিবারের চারজনের নামে করা কার্ডের পণ্য তুলে দারুণ খুশি তিনি। বলেন, ‘বেশ কিছুদিন ভালোই চলবে সংসার। আব্দুর রহমান বলেন, ‘কাউন্সিলর আত্মীয় হয় বলেই চারটি কার্ড পেয়েছি। আমি, আমার স্ত্রী এবং বোন-ভাগনের নামে কার্ডগুলো।’

এদিকে ভালুকা উপজেলার শফিউল হক শুভ বলেন, তিনি পরিবার নিয়ে হামিদ উদ্দিন রোডে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে থাকছেন। কার্ডের জন্য কাউন্সিলরের কাছে গেলে তিন বলেন, যাঁরা ভোটার তাঁরা কার্ড পাবেন। অন্যরা পাবেন না। খেয়ে না খেয়ে কোনো রকম সংসার চলছে। অনেক মানুষ একাধিক কার্ড পেয়েছে। তিনি একটিও পাননি বলে আক্ষেপ করেন।

এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফ বলেন, ‘আমার ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের সংখ্যা কম। বেশির ভাগ কার্ড পেয়েছেন মধ্যম আয়ের লোকজন। অনেকে একাধিক কার্ডও পেয়েছেন। কাউন্সিলর হিসেবে আমি কার্ড বিতরণ করেছি। এ ছাড়া দলীয় নেতা–কর্মীরা তাদের মতো করে মেয়রের কাছ থেকে কার্ড এনে বিতরণ করেছেন। আমরা চেষ্টা করেছি ভাড়াটিয়াদেরও কার্ড দিতে। হয়তো কিছু লোক বাদ পড়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘সকাল থেকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। আমরা সবকিছু তদারকি করছি। কোথাও কোনো অসংগতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকা প্রতিনিধি: পৌরসভা চত্বরে টিসিবির পণ্য ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. জাহাঙ্গীর আলম, ইউএনও সালমা খাতুন প্রমুখ। উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১২ হাজার ২০৪টি পরিবার ন্যায্য মূল্যে পণ্য পাবে।

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: পৌরসভার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকালে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ইউএনও মোসা. হাফিজা জেসমিন প্রমুখ।

পৌরসভার দুই হাজার ২১৫ জন টিসিবির পণ্য পাবেন। এ ছাড়া ১১টি ইউনিয়নের বাসিন্দা মিলিয়ে ২১ হাজার ১৬২ জন উপকারভোগী পণ্য পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত