Ajker Patrika

পরিবারে কলহ, পাথরঘাটায় যুবকের বিষপান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১২
পরিবারে কলহ, পাথরঘাটায়  যুবকের বিষপান

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে কুদ্দুস হাওলাদার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

কুদ্দুস হাওলাদার উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বসতঘরের বাগানের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পাথরঘাটা থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে রাতে ঘর থেকে বের হয়ে যান কুদ্দুস হাওলাদার। পরবর্তীতে তার বাবা তাকে অনেক খোঁজাখুঁজি করে। একসময় রাত্র আনুমানিক দেড়টার দিকে কুদ্দুস হাওলাদারকে বসতঘরের পশ্চিম পাশে বাগানের মধ্যে পরে থাকতে দেখেন বাবা আব্দুর রহিম। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কুদ্দুস হাওলাদারকে। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত