Ajker Patrika

শেখ রাসেলের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা

আজকের পত্রিকা ডেস্ক
শেখ রাসেলের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা

রাজশাহীতে সরকারি-বেসরকারি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও উত্তরাঞ্চলের বাকি জেলাগুলোতে এদিন আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

রাজশাহী: রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিকৃতিতে শেখ রাসেলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

বগুড়া: গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে বটতলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।

সভায় বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ প্রমুখ। পরে শিশু রাসেলের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিন বেলা ৩টার দিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টেবিল টেনিস প্রতিযোগিতা হয়।

কামারখন্দ (সিরাজগঞ্জ): আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

জয়পুরহাট: জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট প্রমুখ। 

পাবনা: জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি প্রমুখ।

নওগাঁ: শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের পাশে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আয়োজিত সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

বাগাতিপাড়া (নাটোর): উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে ফুল দেওয়া হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত