Ajker Patrika

চৌকিদার হত্যায় দুই আসামির যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৮
চৌকিদার হত্যায় দুই আসামির যাবজ্জীবন

পাইকগাছা উপজেলার কাটিপাড়া বাজারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত গ্রাম্য চৌকিদার আব্দুল জলিল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক রয়েছেন। সাজপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার রেজওয়ান গোলদারের ছেলে শহিদুল গোলদার ও পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের সুলতান শেখের ছেলে আনোয়ারুল শেখ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, ২০০৪ সালে পাইকগাছা থানা-পুলিশ কাটিপাড়া বাজারে তল্লাশি বসায়। এ সময়ে ৩ ব্যক্তি মোটর সাইকেলযোগে যাওয়ার সময় পুলিশ তাদের গতি রোধ করে। তখন এক পুলিশ সদস্য তাদের কাছে গেলে শহিদুল পিস্তল বের করে পুলিশের গলায় ঠেকিয়ে ধরে।

চৌকিদার জলিল তাদের কাছে গেলে শহিদুল তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। এ ঘটনায় পাইকগাছা থানার এসআই মো. আবু দাউদ শিকদার বাদী হয়ে শহিদুল গোলদার, রাশেদ গোলদার ও আনোয়ারকে আসামি করে মামলা করে। আসামি রাশেদ পরে বন্দুকযুদ্ধে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত