Ajker Patrika

ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা–উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

ফুলছড়ি (গাইবান্ধা): ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি’ এ প্রতিপাদ্যে গাইবান্ধার ফুলছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ছয়ফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম প্রমুখ। পরে অতিথিদের অংশগ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস চত্বরে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। বিশেষ অতিথি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, ব্যবসায়ী সিদ্দিকুল আলম সিদ্দিক, রাজু কুমার পোদ্দার রাজু। বক্তব্য দেন খালিদ আজম আশরাফী, হাজী মো. শওকত, নিয়াজ খান, রানা আফজাল প্রমুখ।

ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারে ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্টেশন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্টেশন চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ।

খানসামা (দিনাজপুর): ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন–সম্পদ রক্ষা করি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীরুল ইসলাম। উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক কমান্ডার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত