Ajker Patrika

সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৪৭
সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে কার্পেটিং সড়ক, ড্রেন ও সিসি কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজরাপুকুর জামে মসজিদ এলাকায় উন্নয়নকাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

নগরীর হাজরাপুকুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের বাড়ি থেকে হাজরাপুকুর জামে মসজিদ হয়ে টুনুর বাড়ি পর্যন্ত কার্পেটিং সড়ক এবং টুনুর বাড়ি থেকে সাহাতুল হাজীর বাড়ি হয়ে নুরুল হুদার বাড়ি পর্যন্ত পর্যন্ত সিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ প্যাকেজের আওতায় ১৯ নম্বর ওয়ার্ডে ১৫টি নতুন কার্পেটিং সড়ক, ৭টি কার্পেটিং সড়ক পুনর্নির্মাণ, ১৮টি নতুন সিমেন্ট কংক্রিট সড়ক, ৮টি সিমেন্ট কংক্রিট সড়ক পুনর্নির্মাণ এবং ৩৭টি টার্শিয়ারি ড্রেন নির্মাণকাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা।

সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত