Ajker Patrika

সাজাপ্রাপ্ত আসামির রহস্যজনক মৃত্যু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৬
সাজাপ্রাপ্ত আসামির রহস্যজনক মৃত্যু

কাউখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পারসাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আসামির নাম নুরুল আমিন মল্লিক (৫০)। তিনি নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামের তৌহিদুল ইসলাম মল্লিকের ছেলে। তিনি পিরোজপুর আদালতে আপিল মামলার হাজিরা শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের ফলে আটঘর কুড়িয়ানা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মোক্তার আলির সঙ্গে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আপিল বিভাগে মামলা করেছিলেন নুরুল আমিন মল্লিক। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে হাজির হয়েছিলেন তিনি। আদালত থেকে বাড়ি ফেরার পথে কাউখালী উপজেলার পারসাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসার সামনে লিয়াকত আলীর দোকানে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মহিদুল ইসলাম। তিনি দোকানদার ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘লোকটি বিশ্রাম নেওয়ার কিছুক্ষণের মধ্যে বমি করতে থাকে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। পুলিশ তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ সন্ধ্যার পরে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে নিহত নুরুল আমিন মল্লিকের ভায়রা বানারীপাড়া উপজেলার আলতা গ্রামের হায়দার আলী মাস্টার জানান, কি কারণে মারা গেছে, জানা যায়নি। তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন জানান, সুরতহাল করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্ত ছাড়াই লাশটি নেওয়ার জন্য মৃতের পরিবার জেলা প্রশাসকের কাছে আবেদন করে। আবেদনের ফলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত