Ajker Patrika

পঞ্চগড়-কক্সবাজার সাইক্লিং সম্পন্ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
পঞ্চগড়-কক্সবাজার সাইক্লিং সম্পন্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ২৬ সদস্য ১ হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রোববার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছেছেন। ১২ দিন আগে তাঁরা পঞ্চগড় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করেছিলেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বাহিনীর মহাপরিচালকসহ সাইক্লিস্টরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আনসার-ভিডিপি এ সাইক্লিংয়ের আয়োজন করে।

গত রোববার সন্ধ্যায় কক্সবাজার শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইক্লিং শোভাযাত্রা আয়োজনের প্রশংসা করে বলেন, ‘বিজয়ের মাসে এটি আরেক বিজয়, এ বিজয় আনসার-ভিডিপির এবং আমাদের। এই বিজয়ের দিনে আমি আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ জাফর আলম, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ শাহীন আক্তার ও সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।

বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত