Ajker Patrika

নলডাঙ্গায় ভোটের মাঠে ৩ ফুট উচ্চতার মোবারক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ১০
নলডাঙ্গায় ভোটের মাঠে ৩ ফুট উচ্চতার মোবারক

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়ছেন ৩ ফুট উচ্চতার মোবারক হোসেন। সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। তাঁর বিশ্বাস, জনগণের বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন।

পঞ্চম ধাপের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে মাধনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাধবপুর ও তেঘরিয়া এলাকা থেকে সাধারণ সদস্য পদে ৮ জন প্রার্থীর সঙ্গে লড়ছেন ৩ ফুট উচ্চতার মোবারক হোসেন।

জানা গেছে, সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের মোবারক হোসেন ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমে প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁর স্বপ্ন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার।

প্রার্থী মোবারক হোসেন বলেন, ‘আমার প্রতীক ভ্যানগাড়ি। আমি বিগত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ ওয়ার্ডে ৪-৫ হাজার টাকার বিনিময়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন ইউপি সদস্য ও চেয়ারম্যানরা। আমি নির্বাচিত হলে বিনা টাকায় সব কাজ করে দেব।’

মাধবপুর গ্রামের বাসিন্দা খালেক আলী মোবারক হোসেনের শারীরিক প্রতিবন্ধিত্ব কোনো বাধা নয় দাবি করে বলেন, যেকোনো সময় ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়। তাই তাঁরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ওই গ্রামের আরেক বাসিন্দা আফছার আলী বলেন, ‘ছেলেটি শারীরিক প্রতিবন্ধী হলেও যেকোনো মানুষের বিপদে পাশে থাকে। এ গ্রামের ভাদু নামের একজন ভাতার টাকা পাচ্ছিলেন না। মোবারক সরকারি অফিসে গিয়ে তাঁর ভাতার তুলে দিয়েছেন। এ রকম প্রার্থীকে ভোট দেবেন জনগণ।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মাধনগর ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোবারক হোসেন নামের ৩ ফুট উচ্চতার একজন প্রার্থী রয়েছেন। এ ওয়ার্ডে দুটি কেন্দ্র মাধবপুর ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ, অবাধ সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত