Ajker Patrika

ভোটার তালিকা বাতিল চেয়ে অভিযোগ

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
ভোটার তালিকা বাতিল চেয়ে অভিযোগ

উজিরপুরে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ভোটার তালিকা বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত রোববার এই অভিযোগ দাখিল করেন ভোটার আজিজুল হক হাওলাদার ও সোহেল রানা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হুসাইন তড়িঘড়ি করে ভুতুড়ে ভোটার তালিকার কাজ সম্পন্ন করেন। ওই ভোটার তালিকায় দেখা যায় বোয়ালিয়া, সাভারসহ বিভিন্ন স্থানের ঠিকানা দিয়ে মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী ভর্তি করেছে। শিক্ষার্থীদের ভুয়া অভিভাবকদের নাম অন্তর্ভুক্ত করা হয়। যাচাই বাছাইয়ে অভিভাবক সদস্য প্রার্থী আজিজুল হক হাওলাদার ও সোহেল রানাকে নামের বানানে ত্রুটি দেখিয়ে মনোনয়ন বাতিল করেন।

আজিজুল হক হাওলাদার বলেন, অধ্যক্ষ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবি এম জাহিদুল ইসলামকে ভুল বুঝিয়ে আমাদের মনোনয়ন বাতিল করেছেন।

অধ্যক্ষ মুখতার হুসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো ভুতুড়ে ভোটার তালিকা প্রকাশ করিনি। কেউ যদি মনগড়া তথ্য দিয়ে অভিযোগ দায়ের করে তাহলে তো হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম জানান, ‘ভোটার তালিকা প্রকাশ করেন অধ্যক্ষ। তদন্তে ভোটার তালিকা ভুয়া প্রমাণ হলে নির্বাচন স্থগিত করা হবে। ইবতেদায়ি শাখা থেকে অভিভাবক সদস্য প্রার্থী হয়ে দাখিল শাখার অভিভাবককে প্রস্তাবকারী ও সমর্থনকারী করায় দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত