Ajker Patrika

পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ০০
পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের বিক্ষোভ

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালী জেলা মহিলা দল এই বিক্ষোভ করে।

জেলা মহিলা দলের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহীদ মিনারের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি কিছু দূরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করে তারা।

জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভীন আক্তার, জ্যেষ্ঠ সহসভানেত্রী মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ বিভিন্ন উপজেলা এবং পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ।

বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিক সরকার। যে আন্দোলন শুরু হয়েছে, তার মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত